মাঠে নেমেই পেনাল্টি মিস রোনাল্ডোর, তাতেও খুশি জুভেন্তাস কোচ

মাঠে নেমেই পেনাল্টি মিস রোনাল্ডোর, তাতেও খুশি জুভেন্তাস কোচ

ওয়াশিংটন: করোনা ভাইরাস অতিমারির জেরে স্তব্ধ ফুটবল দুনিয়া ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। আপাতত দর্শকশূন্য স্টেডিয়ামে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালিত হচ্ছে খেলাগুলো। সবার আগে শুরু হয়েছে জার্মানির লিগ বুন্দেশলিগা, তারপর স্পেন ও ইটালিতে শুরু হয়েছে। তবে জনপ্রিয়তম ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে ১৭ জুন। এদিকে ইটালির ঘরোয়া প্রতিযোগিতা কোপা ইটালিয়াতে এসি মিলানকে হারিয়ে ফাইনালে উঠল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল জুভেন্তাস। যদিও এই ম্যাচে পেনাল্টি মিস করলেন সিআর সেভেন। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত প্রথম পর্বের সেমিফাইনালে মিলানের ঘরের মাঠে ১-১ ড্র হয়েছিল। সেই ম্যাচে পেনাল্টি থেকেই গোল করেছিলেনে পর্তুগিজ মহাতারকা। দুই পর্ব মিলিয়ে অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালে চলে গেল মরিজিও সাররির দল।

রোনাল্ডোর পেনাল্টি মিস করা নিয়ে হই চই শুরু হলেও তা নিয়েও আদৌ মাথাব্যথা নেই কোচ সাররির। তিনি বলছেন, ‘রোনাল্ডো সচরাচর পেনাল্টি মিস করে না। বারপোস্টের ভেতর দিলে লেগে বলটা যে কোনও দিকে যেতে পারত কিন্তু আজকের ম্যাচে ওর ভাগ্য খারাপ।’ প্রসঙ্গত, পাঁচবারের ব্যালন ডোর জয়ী ফুটবলারের মতো আত্মবিশ্বাস নিয়ে পেনাল্টি মারতে ফুটবল বিশ্বে আর কেউ পারেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো মঞ্চেও ইস্পাত কঠিন স্নায়ু নিয়ে পেনাল্টিতে গোল করে গেছেন তিনি। নিন্দুকরা (যাদের ৯০ ভাগ মেসি-ভক্ত) রোনাল্ডোকে এ কারণেই ‘পেনাল্ডো’ (পেনাল্টি+রোনাল্ডো) নামে ব্যঙ্গ করত। এ প্রসঙ্গে রোনাল্ডোর ভক্তরা আবার কোপা আমেরিকা ফাইনালের টাইব্রেকারে মেসির পেনাল্টি মিস এবং কান্না নিয়ে টিটকিরি দিতে ছাড়ে না।

কেরিয়ারের শুরু থেকে মধ্যগগনে অ্যাটাকিং উইঙ্গার ছিলেন, তা সত্ত্বেও করে গেছেন ঝুড়ি ঝুড়ি গোল। এখন ৩৪ বছরের রোনাল্ডো অনেকটাই সেন্টার ফরোয়ার্ডের ভূমিকা পালন করেন। তাতেও তিনি সমান স্বচ্ছন্দ কারণ দুর্দান্ত হেডিং ক্ষমতা, দু’ পায়েই জোরালো শট, বক্সের মধ্যে অনুমান শক্তি এবং গোলের ক্ষিদে এখনও সেই ২২ বছরের রোনাল্ডোর মতোই রয়েছে তাঁর। কোপা ইটালিয়া সেমি ফাইনালের পর জুভেন্তাস কোচ মরিজিও সাররি বলেছেন, ‘আমি রোনাল্ডোকে আক্রমণ ভাগের মাঝখানে থাকতে বলছিলাম। সেই দায়িত্ব যথাযথ পালন করেছে ও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fifteen =