করোনা আক্রান্ত আফ্রিদি! চাই প্রার্থনা, ইনশাল্লাহ! নিজেই জানালেন টুইটে

করোনা আক্রান্ত আফ্রিদি! চাই প্রার্থনা, ইনশাল্লাহ! নিজেই জানালেন টুইটে

করোচি: কোভিড-১৯ ব্যাধিতে আক্রান্ত বিশ্বের ৭০ লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে ইতিমধ্যেই প্রায় চার লক্ষের। সাধারণ মানুষ তো বটেই, সংক্রামিতের তালিকায় মন্ত্রী থেকে তারকা অভিনেতা, কেউই বাদ নেই। হাইপ্রোফাইল ব্যক্তিদের মধ্যে কানাডার প্রধানমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার কথা একদম শুরুর দিকেও জানা গেছিল। এরপর জানা যায় হলিউডের অন্যতম সেরা অভিনেতা টম হ্যাঙ্কসের আক্রান্ত হওয়ার খবর। আবার তাঁরা সুস্থ হয়েও উঠেছেন বলেও জানা গেছে। খেলোয়াড়দের মধ্যেও অনেকে আক্রান্ত হয়েছেন। যার জেরে বিশ্বজুড়ে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত রাখতে হয়েছিল। শনিবার (১৩ জুন) দুপুরে এক প্রাক্তন ক্রিকেটারের আক্রান্ত হওয়ার কথা জানা গেল। তিনি পাকিস্তানের এককালের বিস্ফোরক ব্যাটসম্যান শাহিদ আফ্রিদি।

‘বুম বুম আফ্রিদি’ নিজেই তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তিনি লিখছেন, ‘বৃহস্পতিবার থেকেই অসুস্থ বোধ করছিলাম। শরীর জুড়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। পরীক্ষা করালাম এবং দুর্ভাগ্যজনক ভাবে করোনা পজিটিভ এসেছে ফলাফল। দ্রুত আরোগ্য হতে চাই আপনাদের প্রার্থনা। ইনশাল্লাহ।’ পাকিস্তানে করোনা আক্রান্ত এবং দুঃস্থদের সাহায্যার্থে এগিয়ে এসেছিলেন আফ্রিদি। বহু মানুষের জন্য খাদ্য সামগ্রী নিজে হাতে বিতরণ করেছেন তিনি। কিছুদি আগে পাক অধিকৃত কাশ্মীরেও গেছিলেন তিনি।

সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বায়ু সেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান সম্পর্কে কটু মন্তব্য করে বিতর্কে জড়ান।  এর আগে আরও দু’জন পাক ক্রিকেটারের করোনা ধরা পড়েছিল। তাঁরা হলেন তৌফিক উমর এবং জাফর সরফরাজ। পাকিস্তানে এখন অবধি করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ৩২ হাজার বলে জানা গেছে। এর মধ্যে ৫০ হাজার মানুষ সুস্থ হয়ে গেছেন বলে দাবি। মৃত্যু হয়েছে ২৫৫১ জনের। অনেকেই মনে করছেন করোনা আক্রান্তদের সাহায্যার্থে পথে নামায় আফ্রিদির শরীরে ঢুকে পড়েছে এই জীবাণু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 13 =