ত্রিপুরায় তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধবে বামেরা? মানিক সরকারের মন্তব্যে জল্পনা তুঙ্গে

ত্রিপুরায় তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধবে বামেরা? মানিক সরকারের মন্তব্যে জল্পনা তুঙ্গে

আগরতলা: তৃতীয়বার বাংলার মসনদ দখলের পর তৃণমূলের পাখির চোখ এখন ত্রিপুরা৷ উত্তরপূর্বের এই রাজ্যে বিজেপি’কে রুখতে মরিয়া ঘাসফুল শিবির৷ এখন থেকে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে এ রাজ্যের শাসক দল৷ আবার একই লক্ষ্যে ঝাঁপাতে চলেছে ত্রিপুরায় দীর্ঘ দিন ক্ষমতায় থাকা সিপিএম৷ তবে কি ২০২৩ সালে ত্রিপুরা থেকে বিজেপি’কে উৎখাত করতে তৃণমূলের সঙ্গে হাত মেলাবে বামেরা? এমনই প্রশ্নের মুখোমুখি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এর জবাবও দিলেন খোলাখুলি৷ 

আরও পড়ুন- পুলিশ হেফাজত থেকে উধাও বন্দি, সামনে আসছে গলদের একাধিক তথ্য

এদিন মানিক সরকার বলেন, আগামী দিনে দেশ ও রাজ্যের পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে দলীয় নেতত্ব৷ এই মন্তব্যের মধ্যে দিয়েই প্রচ্ছন্নে জোটের জল্পনা জিইয়ে রাখলেন তিনি৷ বাংলায় একে অপরের প্রধান শত্রু হিসাবেই পরিচিত তৃণমূল ও সিপিএম৷ আড়াই দশক ধরে এই শত্রুতার সম্পর্ক বজায় রয়েছে৷ ২০১১ সালে সিপিএমকে হারিয়ে প্রথম ক্ষমতায় আসে তৃণমূল৷ আর ২০২১-এ সবুজ ঝড়ে একেবারে শূন্য হাতে দাঁড়িয়েছে বাম শিবির৷ আবার বঙ্গ ভোটের আগে সিপিএম-এর আক্রমণের বানী ছিল ‘বিজেমূল’৷ তবে পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের অবস্থান বদল করেছেন বাম নেতারা৷ 

সম্প্রতি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর মন্তব্য শোরগোল ফেলেছিল রাজ্য রাজনীতিতে৷ তাঁর কণ্ঠে শোনা গিয়েছিল অন্য সুর৷ বিমানবাবু বলেছিলেন, বিজেপি’কে রুখতে যে কারও সঙ্গে জোট বাঁধতে তাঁরা প্রস্তুত৷ এর পরেই অবশ্য ভিন্ন সুরে সুজন চক্রবর্তী বলেন, তৃণমূলের সঙ্গে হাত মেলাতে যাব কোন দুঃখে? তবে যাই হোক প্রথমে বিমান বসু আর এখন মানিক সরকারের কথায় একটা ইঙ্গিত স্পষ্ট যে, প্রয়োজনে তাঁরা তৃণমূলের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত৷ 

আরও পড়ুন- গ্রাহকের কাছে চেক বই, তবু অ্যাকাউন্ট থেকে উঠল টাকা

এদিকে ত্রিপুরা দখলে এখন থেকেই কাজে নেমে পড়েছে প্রশান্ত কিশোরের আইপ্যাক৷ ত্রিপুরায় রাজনীতির জল মাপতে দিন রাত এক করছে আইপ্যাকের কর্মীরা৷ সোমবার ত্রিপুরা সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এমতাবস্থায় তৃণমূলের সঙ্গে হাত মেলানোর প্রসঙ্গে মানিক সরকার বলেন, ‘‘তৃণমূল গণতন্ত্রিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আন্দোলন, সংগ্রাম ও সংগঠন করে। এ রাজ্যে তাদের সংগঠনের কাজে আগেও আমরা বাঁধা দিইনি৷ তারা তাদের মত কাজ করেছে৷ ভোটে দাঁড়িয়েছে। জয়-পরাজয়ের প্রশ্নটা ভিন্ন৷’’ তিনি মনে করেন, বাংলার ক্ষমতা দখলের পর তৃণমূল বিভিন্ন জায়গায় শক্তি বিস্তারের চেষ্টা করছে৷ ত্রিপুরায় আসাটা নতুন বিষয় নয়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 10 =