মদন মিত্র ‘মাতাল’, বলছে উইকিপিডিয়া! ভাইরাল ছবি

কলকাতা: এতদিন শোনা যেত কানাঘুষো৷ এবার সরাসরি মদন মিত্রকে ‘মাতাল মদোন’ বলে ‘আখ্যা’ দিল উইকিপিডিয়া! সোশ্যাল মিডিয়ার দৌলতে একমুহূর্তেই ভাইরাল ছবি৷ বিদ্যুতের গতিতে তা ছড়িয়ে পড়তেই অবশেষে মাঠে নেমে কোমরে দড়ি পরানোর হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী মদল মিত্রের৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, মদন মিত্রের নামে উইকিপিডিয়ার একটি পেজে দেওয়া হয়েছে অশ্রাব্য গালিগালাজ৷ কখনও তাঁকে

f755e2ab7c55c239086d4e06a26e80da

মদন মিত্র ‘মাতাল’, বলছে উইকিপিডিয়া! ভাইরাল ছবি

কলকাতা: এতদিন শোনা যেত কানাঘুষো৷ এবার সরাসরি মদন মিত্রকে ‘মাতাল মদোন’ বলে ‘আখ্যা’ দিল উইকিপিডিয়া! সোশ্যাল মিডিয়ার দৌলতে একমুহূর্তেই ভাইরাল ছবি৷ বিদ্যুতের গতিতে তা ছড়িয়ে পড়তেই অবশেষে মাঠে নেমে কোমরে দড়ি পরানোর হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী মদল মিত্রের৷

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, মদন মিত্রের নামে উইকিপিডিয়ার একটি পেজে দেওয়া হয়েছে অশ্রাব্য গালিগালাজ৷ কখনও তাঁকে মাতাল বলা হল, কখনও তাঁকে ডাকনাম দেওয়া হয়েছে৷ উইকিপিডিয়া পেজটি বেশির ভাগ ক্ষেত্রেই সম্পাদনা করা যায়৷ তারই সুযোগ নিয়েছে মদন মিত্রের পেজে লেখা হয়েছে অশ্রাব্য গালিগালাজ৷

মদন মিত্র ‘মাতাল’, বলছে উইকিপিডিয়া! ভাইরাল ছবি
ভাইরাল ছবি৷

বিষয়টি জানাজানি হতেই সংবাদমাধ্যমে মদন মিত্র বলেন, ‘‘এই ঘটনা ঘটাচ্ছে অর্জুন সিংহ। আমি কমিশনে যাব। আমি ওঁকে কোমরে দড়ি দিয়ে ঘোরাব।’’ তবে, বিদ্যুতের গতিতে উইকিপিডিয়া মদন মিত্রের ছবি ভাইরাল হতেই, পরে তা সংশোধন করে দেওয়া হয়৷ আপাতত মদন মিত্রের পেজটি ঠিকঠাকই রয়েছে৷ কিন্তু, কে বা কারা এই কাণ্ড ঘটালো তা এখনও জানা যায়নি৷ গোটা বিষয়টি তিনি কমিশনের জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ভাটপাড়ার তৃণমূল প্রার্থী মদন মিত্র

সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমে বাদানুবাদে জড়িয়ে পড়েন মদন মিত্র ও অর্জুন সিংহ। সেখানে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন এই তৃণমূল নেতা। এবার সেই ধিকধিক করে জ্বলা আগুনই ফের জ্বলেউঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *