কলকাতা: বিদ্যাসাগর কলেজ আগুন ও ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙচুরের ঘটনায় অমিত শাহকে কড়া হুঁশিয়ারি ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেহালার জনসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘ঈশ্বরচন্দ্রের মূর্তি ভেঙে দিয়েছে বিজেপি৷ এটা লজ্জার৷ আমরা এটা ছেড়ে দেব না৷ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব পাবে বিজেপি৷’’
কলকাতা বিশ্ববিদ্যালয়ে হামলা ও বিদ্যাসাগর কলেজ বিজেপি কর্মীদের তাণ্ডবের ঘটনায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অমিত শাহ বাবু, তুমি বিরাট বড় নেতা৷ উত্তর কলকাতায় মিছিল করতে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে লোক এনেছেন৷ কী করেছে শুনুন? সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছি, অমিত শাহের মিছিল যেই শেষ হয়েছে, বিজেপির কিছু গুন্ডা, হাতে ডান্ডা নিয়ে বিদ্যাসাগর কলেজে আগুন লাগিয়েছে। ঈশ্বরচন্দ্রের মূর্তি ভেঙে দিয়েছে। এটা নকশাল আমলেও ঘটেনি। এত বড় লজ্জা। আমরা এটা ছেড়ে দেব না। ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব বিজেপিকে৷ তোমাদের ভাগ্য ভাল আমি ঠান্ডা হয়ে বসে আসি৷ তুমি বিদ্যাসাগরের গায়ে হাত দিয়েছো৷ এত প্রতিবাদ তোমাকে পেতে হবে৷’’
Kolkata: Statue of Ishwar Chandra Vidyasagar was vandalised at Vidyasagar College in the clashes that broke out at BJP President Amit Shah’s roadshow. #WestBengal pic.twitter.com/XSSWyYbMwu
— ANI (@ANI) May 14, 2019
অমিত শাহর রোড শো’র মাঝেই ধুন্ধুমার বাধে কলেজ স্ট্রীটের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে। এদিন অমিত শাহর পদযাত্রা যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছায় তখন সেখানে টিএমসিপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিল। এর পালটা হিসাবে বিজেপি-র ওই পদযাত্রা থেকেও কর্মী সমর্থকরা ইঁট, পাথর, লোহার রড, বাঁশ, লাঠি জলের বোতল সবই ছোঁড়েন। পুলিস পরিস্থিতি সামলাতে গেলে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মী-সমর্থকদের সাথে। বিশ্ববিদ্যালয়ের গেটের ব্যারিকেড ভেঙে মারমুখি হয় ওঠেন পড়ুয়ারাও। তবে পদযাত্রা সেখান থেকে চলে যাওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পদযাত্রা বিদ্যাসাগর কলেজের সামনে গেলে সেখানেও চলে ইটবৃষ্টি। এখানে কলেজের গেটের সামনে একটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।