ব্রেকিং: IPL-এর চূড়ান্ত সূচি ঘোষণা, ৫৩ দিন ধরে খেলা হবে টুর্নামেন্ট

ব্রেকিং: IPL-এর চূড়ান্ত সূচি ঘোষণা, ৫৩ দিন ধরে খেলা হবে টুর্নামেন্ট

 নয়াদিল্লি: করোনা মহামারীকে পেছনে ফেলে শুরু হতে চলেছে আইপিএল৷ করোনা বিধি মাথায় রেখে টানা ৫৩ দিন ধরে আইপিএল হবে৷ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আইপিএল দেখা যাবে টিভিতে৷ আজ গভর্নিং কাউন্সিলেরর বৈঠকে নেওয়া হয়েছে গুচ্ছ সিদ্ধান্ত৷

আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৫৩ দিন ধরে হবে খেলা৷ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত আইপিএল টুর্নামেন্ট আয়োজিত হবে৷ ফাইনাল হবে ১০ নভেম্বর৷ টানা ৫৩ দিন খেলা চললেও সপ্তাহের মাঝামাঝি সময়ে ফাইনাল অনুষ্ঠিত হবে৷ যতদিন বেশি দিন খেলা টেনে নেওয়া যায়, ততই বেশি লাভ৷ সম্প্রচারক সংস্থার দাবি মেনে আইপিএল ৫৩ দিনের সূচি প্রকাশ হতে চলেছে৷ ১০ নভেম্বর পর্যন্ত আইপিএল টেনে নিয়ে যাওয়া হয়েছে৷ করোনা পরিস্থিতি মাথায় রেখে যতখুশি পরিবর্তিত খেলোয়াড় মাঠে নামানো যাবে৷ যতখুশি পরিবর্তিত খেলোয়াড় দলে আনা যাবে বলে জানানো হয়েছে৷ এতদিন যে খেলাগুলি সন্ধ্যা আটটা থেকে দেখা যেত, তা আধঘণ্টা আগে নিয়ে আসা হয়েছে৷ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আইপিএল দেখা যাবে টিভিতে৷

ভারত-চিন সংঘাতের আবহে চিনা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে আইপিএল হবে৷ একইসঙ্গে ভারতীয় বেশ কিছু সংস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর৷ দুবাইয়ে খেলা আয়োজনের দায়িত্ব ভারতীয় সংস্থাকে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে৷ খুব দ্রুত সং সরকারের অনুমতি পেলে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যাবে৷ আগামী ১০ তারিখ চেন্নাই সুপার কিং দুবাইয়ের মাটিতে উড়ে যাবে বলে খবর৷ অন্যদিকে করোনা পরিস্থিতি মাথায় রেখে খেলার মধ্যে খেলোয়াড়রা কী কী করতে পারবেন, কী পারবেন না, সেই সংক্রান্ত বিধি নিষেধ তৈরি করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =