BREAKING: চিনের টাকায় হবে না IPL, বাতিল VIVO-র স্পনসর

BREAKING: চিনের টাকায় হবে না IPL, বাতিল VIVO-র স্পনসর

018ad3acfbdba5b1f0686ca91f15153d

 

নয়াদিল্লি: ভারত-চিন সংঘাতের আবহে ফের চিনা বাণিজ্যিক সংস্থাকে ধাক্কা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ এবছরের আইপিএল থেকে সরে দাঁড়াল ভিভো৷ চাপের মুখে সরে দাঁড়াল চিনা মোলাইবল সংস্থা৷ তবে, ভিভো নিজে থেকে সরে দাঁড়াল, না সরানো হল, তা অবশ্য স্পষ্ট নয়৷

আইপিএলের প্রধান স্পনসরশিপ ছিল চিনা সংস্থার হাতে৷ ভারত-চিন সংঘাত আবহে চিনের টাকায় আইপিএল করার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক৷ এবার তুমুল বিতর্কের মুখে পড়ে পিছু হটেনি ভারতীয় বোর্ড বিসিসিআই৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলতি বছর আইপিএল থেকে প্রধান স্পনসর ভিভোকে বাদ দিয়ে ভারতীয় সংস্থার টাকায় আইপিএল হবে৷

ভারত-চিন সংঘাতের আবহে কেন চিনা সংস্থাকে নিয়ে আইপিএস করা হবে, এই নিয়ে বেশ কিছুদিন ধরে তৈরি হয়েছিল বিতর্ক৷ এবার সেই বিতর্কের গুরুত্ব বিধে আগেভাগে সেই স্পনসর্শিপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে ভিভো৷ মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর সঙ্গে আইপিএলের মোটা টাকার চুক্তি ছিল৷ সেই চুক্তি ভাঙা না হলেও এবছর, ভিভো-হীন আইপিএল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরিবর্তে ভারতীয় সংস্থাকে স্পনসরশিপ দেওয়া হতে পারে৷ এই মর্মে বোর্ডের তরফে চলছে আলোচনা৷ পরের ৩ বছর আইপিএলের টাইটেল স্পনসর থকবে চিনা সংস্থা৷ ৪৪০ কোটি টাকাও চুক্তি রয়েছে ভিভোর৷ তবে, সেই চুক্তি ভঙ্গ না হলেও এবছরের জন্য চিনা সংস্থা সরে দাঁড়ানোর ঘটনায় বড়সড় প্রভাব পড়তে চলেছে আইপিএল টুর্নামেন্টে৷ ভিভোর মতো সংস্থাকে হারিয়ে আর্থিক সমস্যায় পড়তে পারে বোর্ড৷ কেননা, বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে কোনও ভারতীয় সংস্থা আদৌ রাজি হয় কি না, সেদিকে তাকিয়ে বোর্ডের কর্তারা৷

করোনা মহামারীকে পেছনে ফেলে শুরু হতে চলেছে আইপিএল৷ করোনা বিধি মাথায় রেখে টানা ৫৩ দিন ধরে আইপিএল হবে৷ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আইপিএল দেখা যাবে টিভিতে৷ গভর্নিং কাউন্সিলেরর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ৫৩ দিন ধরে হবে খেলা৷ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত আইপিএল টুর্নামেন্ট আয়োজিত হবে৷ ফাইনাল হবে ১০ নভেম্বর৷ টানা ৫৩ দিন খেলা চললেও সপ্তাহের মাঝামাঝি সময়ে ফাইনাল অনুষ্ঠিত হবে৷ যতদিন বেশি দিন খেলা টেনে নেওয়া যায়, ততই বেশি লাভ৷ সম্প্রচারক সংস্থার দাবি মেনে আইপিএল ৫৩ দিনের সূচি প্রকাশ হতে চলেছে৷ ১০ নভেম্বর পর্যন্ত আইপিএল টেনে নিয়ে যাওয়া হয়েছে৷ করোনা পরিস্থিতি মাথায় রেখে যতখুশি পরিবর্তিত খেলোয়াড় মাঠে নামানো যাবে৷ যতখুশি পরিবর্তিত খেলোয়াড় দলে আনা যাবে বলে জানানো হয়েছে৷ এতদিন যে খেলাগুলি সন্ধ্যা আটটা থেকে দেখা যেত, তা আধঘণ্টা আগে নিয়ে আসা হয়েছে৷ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আইপিএল দেখা যাবে টিভিতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *