ভোজ্য তেলে আত্মনির্ভরতার লক্ষ্য, ‘মিশন ওয়েল পাম’-এর ঘোষণা মোদীর

ভোজ্য তেলে আত্মনির্ভরতার লক্ষ্য, ‘মিশন ওয়েল পাম’-এর ঘোষণা মোদীর

482f2018a011d57da80e13e5f251e2d6

নয়াদিল্লি: করোনা কালে কৃষক স্বার্থ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র৷ সোমবার ভার্চুয়ালি  ‘ন্যাশনাল ইডেবল অয়েল মিশন- অয়েল পাম’ প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জানালেন, এই প্রকল্পে ১১ হাজার কোটি টাকার বেশি খরচ করবে কেন্দ্র৷  সেই সঙ্গে সরকার এই বিষয়টিও নিশ্চিত করবে যাতে কৃষকরা ভালো মানের বীজ থেকে শুরু করে প্রযুক্তির যাবতীয় সুবিধা পান৷ উল্লেখ্য, এদিন কিষাণ সম্মান নিধির নবম কিস্তির টাকাও দেয় কেন্দ্র৷ 

আরও পড়ুন- আরও নিম্নমুখী দেশের অ্যাক্টিভ কেস, সুস্থতা বাড়াচ্ছে স্বস্তি

এদিন প্রধানমন্ত্রী বলেন, ভারত কৃষি রফতানিতে প্রথম ১০ দেশের মধ্যে পৌঁছে গিয়েছে৷ করোনাকালেই কৃষিপণ্যের রফতানিতে নতুন রেকর্ড তৈরি হয়েছে৷ কৃষকরা তাঁদের ক্ষমতা দেখিয়েছে৷ তবে ভোজ্য তেলের প্রয়োজন মেটাতে যে হাজার হাজার কোটি টাকা অন্য দেশকে দিতে হয়, সেই টাকা দেশের কৃষকদেরই পাওয়া উচিত৷ তিনি বলেন, ভারতে পাম তেল চাষের  সমস্ত সম্ভাবনা রয়েছে৷ উত্তরপূর্ব ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিশেষ ভাবে পাম তেলের চাষ সম্ভব৷ ভোজ্য তেল উৎপাদনে আত্মনির্ভরতা আমাদের লক্ষ্য৷ এই মিশনে অনেক লাভ রয়েছে৷ এর থেকে কৃষকরা যেমন উপকৃত হবেন, গরিব ও মধ্যবিত্ত পরিবারও সস্তায় ভালো মানের তেল পাবে৷

আরও পড়ুন-তৃণমূলের পর ত্রিপুরায় আক্রান্ত এসএফআই, কাঠগড়ায় BJP

 

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু তাই নয়, এই মিশন উপার্জনের পথও খুলে দেবে৷  যে সকল রাজ্যে পাম তেল উৎপন্ন হবে, সেই সকল রাজ্যে পরিবহণ থেকে শুরু করে ফুড প্রসেসিংয়ের জন্য কাজ পাবে যুবকরা৷ পাম চাষ থেকে ছোট কৃষকরাও বড় মুনাফা পেতে পারেন৷ আগামী ২৫ বছর দেশের কৃষিকে সমৃদ্ধ করার জন্য ক্ষুদ্র কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে৷ সেই উদ্দেশেই দেশের কৃষি নীতিতে ক্ষুদ্র কৃষকদের অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে৷ তিনি জানান, কিষাণ সম্মান নিধি প্রকল্পে ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা কৃষকদের দেওয়া হয়েছে৷ করোনা কালে ২ কোটির বেশি কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *