এবার পতঞ্জলির টাকায় হবে IPL? স্পনসরশিপের দৌড়ে সামিল রামদেব

এবার পতঞ্জলির টাকায় হবে IPL? স্পনসরশিপের দৌড়ে সামিল রামদেব

a90b5a3c557881c5157dc9d2b10b06c8

 

নয়াদিল্লি:  ভারত-চিন সীমান্ত সংঘাতের জেরে আইপিএল-এর টাইটেল স্পনসরশিপ থেকে সরে গিয়েছে চিনা মোবাইল সংস্থা ভিভো৷ জাতীয়তাবাদী আবেগকে প্রাধান্য দিয়ে ভিভোর সঙ্গে সম্পর্ক ঘুঁচিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই৷ শুরু হয়েছে নতুন টাইটেল স্পনসর খোঁজার কাজ৷ সূত্রের খবর, আইপিএল টাইটেল স্পনসরশিপের জন্য ময়দানে নামছে যোগগুরু বাবা রামদেবের আয়ুর্বেদিক সংস্থা পতঞ্জলি৷ 

আরও পড়ুন – রাহুল সাক্ষাতে সময় চাইলেন বিদ্রোহী শচীন! মরু-রাজ্যে গলছে বরফ?

 

পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা বলেন, ‘‘এই বছর আমরা আইপিএল-এর টাইটেল স্পনশরশিপ পাওয়ার চেষ্টা করছি৷ কারণ আমরা পতঞ্জলিকে গ্লোবাল মার্কেটিং প্ল্যাটফর্ম দিতে চাইছি৷’’ এই বিষয়ে বিসিসিআই-এর কাছে তাঁরা প্রস্তাব দেবেন বলেও জানিয়েছেন তিজারাওয়ালা৷ জানা গিয়েছে ই-কমার্স জায়েন্ট অ্যামাজন, জিও, কোকাকোলা ইন্ডিয়া, লার্নিং অ্যাপ বাইজু’স, টাটা গ্রুপ এবং আদানি গ্রুপের মতো হেভিওয়েট সংস্থাগুলিও স্পনসরশিপের দরপত্র জমা দিতে চলেছে৷   

fd8495d894d02a20f6ec684ab3a4a5b4

তবে তিজারাওয়ালা জানিয়েছেন, ‘‘এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷ সোমবার বিসিসিআইয়ের কার্যকরী কমিটি বৈঠকে বসবে। ১৪ অগাস্টের মধ্যে তারা এই প্রস্তাব আগ্রহী সংস্থারগুলির কাছে পাঠাবে। এর মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলবো আমরা।’’ 

আরও পড়ুন- অর্থনীতি, বেকারত্বের জেরে মানুষের আস্থা হারাচ্ছে মোদী সরকার, বলছে সমীক্ষা

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভিভোর থেকে ৪৪০ কোটি টাকা পেত। কিন্তু চিনের সঙ্গে ভারতের সম্পর্ক যদি সামনের বছরেও ঠিক না হয়, সেখানে ভিভোর ফিরে আসা প্রায় অসম্ভব। তাই ওই মূল্য কমিয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে বোর্ডের তরফে। এ প্রসঙ্গে বোর্ডের বক্তব্য, বর্তমান অতিমারির পরিস্থিতিতে কোনও ভারতীয় সংস্থাই এত টাকা দিতে পারবে না, তাই তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই সূত্রে খবর, টাইটেল স্পনশরশিপের সঙ্গে বোর্ডের আয় অনেকটা জুড়ে থাকে। এই আয়ের অর্ধেক লভ্যাংশ ভাগ করা হয় ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। 

আরও পড়ুন- হিন্দি বলতে পারেননি, কানিমোঝির নাগরিকত্ব নিয়ে সন্দেহ বিমানবন্দর আধিকারিকের

 

সম্প্রতি ভারত-চিন সীমান্তে উত্তেজনার জেরে বয়কট করা হয়েছে চিনা পণ্য৷ যার জেরেই ২০২০ আইপিএল থেকে সরে যেতে হয়েছে মোবাইল সংস্থা ভিভোকে৷ দেশে নিষিদ্ধ হয়েছে একাধিক চিনা অ্যাপ৷ এই সুযোগে আইপিএল-এর টাইটেল স্পনসরশিপের দৌড়ে নেমেছে পতঞ্জলি৷ বাজার বিশেষজ্ঞদের মতে মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে পতঞ্জলি ব্র্যান্ডের সেরকম কোনও নাম ডাক নেই। আইপিএল-এর টাইটেল স্পনসরশিপ পেলে আদতে বেশি লাভবান হবে পতঞ্জলিই৷  বর্তমানে দেশে চিন-বিরোধী হাওয়া আর কেন্দ্রের লোকাল ফর ভোকাল, উদ্যোগে শরিক হয়ে পতঞ্জলি আইপিএল-এর টাইটেল স্পনসরশিপ পেয়ে যেতে পারে বলেও মনে করছেন অনেকেই। 

এদিকে, আইপিএল থেকে ভিভো-র সরে যাওয়ার প্রসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যা বলেন, ‘' ভিভোর স্পনসরশিপ সরায় জন্য কোনও আর্থিক সংকট তৈরি হয়নি।  আমাদের কাছে সব পথ খোলা আছে। প্ল্যান এ এবং প্ল্যান বি আমরা সব সময় রেডি রাখি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *