কলকাতা: বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বামেদের প্রতিবাদ মিছিল। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে হেদুয়া পর্যন্ত মিছিল করা হয়৷ উপস্থিত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত সহ বাম নেতারা।
এদিন সংবাদমাধ্যমে বিমান বসু বলেন, ‘‘এই ঘটনা নিন্দা জানানো ভাষা খুঁজে পাওয়া যাবে না৷ বাংলায় মূর্তি ভাঙার ঘৃণ্য রাজনীতি চলছে৷ এই ঘটনা তৃণমূল ও বিজেপির মিলিত প্রচেষ্টায় ঘটানো হয়েছে৷ এই নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত৷’’
Kolkata: CPI (Marxist) holds protest against statue pf Vidyasagar vandalised in violence during BJP President Amit Shah’s roadshow yesterday. CPI (M) General Secretary Sitaram Yechury says,”an investigation should be done to find out how could this happen in Kolkata”. #WestBengal pic.twitter.com/5ltADDAtvv
— ANI (@ANI) May 15, 2019
অন্যদিকে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে হাওড়ায় তৃণমূলের ধিক্কার মিছিল, নেতৃত্বে অরূপ রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়াতেও প্রতিবাদ মিছিল তৃণমূলের৷