নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিং ধোনি৷ ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা করেছেন তিনি৷ আমাকে ভালোবাসা ও সমর্থকদের জন্য ধন্যবাদ৷ লিখেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক৷
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সফল অধিনায়ক ধোনি৷ সৌরভ গঙ্গপাধ্যায়ের হাত ধরে জাতীয় দলে উত্থান৷ ভারতের দ্বিতীয় বিশ্বকাপজয়ী ও টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি৷ জানা গিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অসর নিলেও আইপিএল খেলবেন বলে জানা গিয়েছে৷ এই আইপিএল হইতো ধোনির শেষ টুর্নামেন্ট৷
Indian cricketer Mahendra Singh Dhoni announces retirement from international cricket. pic.twitter.com/3UwE6ZXfK6
— ANI (@ANI) August 15, 2020
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর ঘোষণা করেছিলেন বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিলেন তা অবশ্য জানা যায়নি৷
ইনস্টাগ্রামে ৪ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে মাহি৷ ‘ম্যায় পল দো পল কা শায়র হু’ গানের মাধ্যমে তাঁর গোটা ক্রিকেট জীবনের একটি খণ্ড ছবি তুলে ধরেছেন৷ সেখানে তার ক্রিকেট জীবনের বেশ কিছু স্মরণীয় মুহূর্ত-সহ ভিডিও প্রকাশ করেছেন তিনি৷ ম্যাচ জয়ের আনন্দ থেকে শুরু করে সতীর্থদের পরামর্শ দেওয়া, জয়ের উল্লাস, মাঠের বাইরে উচ্ছ্বাস, মাঠের মধ্যে খুনসুটি, সবকিছুই উঠে এসেছে আবেগঘন মাহির ভিডিওতে৷
ভারতের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলার তালিকায় ইতিমধ্যেই নাম তুলে নিয়েছেন ধোনি৷ ২০১৪ সালে টেস্ট থেকে অবসর নিয়েছেন ধোনি৷ খেলেছেন ৯০টি ম্যাচ৷ কিন্তু চালিয়ে গিয়েছেন সংক্ষিপ্ত ওভারের ম্যাচ৷ মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জেতে৷ ২০০৭-০৮ সালের সিবি সিরিজ থেকে শুরু করে ২০০৮ সালের বর্ডার-গাভাস্কার ট্রফি, ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ও ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ছিনিয়ে আনেন মাহি৷ ২০১৩ সালে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ছিনিয়ে আনে ধোনির ভারতীয় ক্রিকেট দল৷ আইপিএল ২০১০ ও চ্যাম্পিয়ন্স লিগে তিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করছেন৷