কলকাতা: শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও মঙ্গলবার জামিন পাননি মুখ্যমন্ত্রীর কুরুচিকর ছবি পোস্ট করে ধৃত বিজেপির মহিলা কর্মী প্রিয়াঙ্কা শর্মা। এই বিষয়ে রাজ্য সরকারের আইনজীবীকে সুপ্রিম কোর্টের প্রশ্ন, অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন তাঁকে মুক্তি দেওয়া হল না? পাশাপাশি সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চ আরও জানতে চায়, এই ঘটনায় কেন আদালত অবমাননা হবে না?
মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করে গ্রেপ্তার হওয়া প্রিয়াঙ্কাকে মঙ্গলবার জামিন দেয় শীর্ষ আদালত। এদিন রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, মঙ্গলবার সকাল ৯:৪০ মিনিটে প্রিয়াঙ্কা শর্মাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। তখন প্রিয়াঙ্কার আইনজীবী বলেন, মুক্তি দেওয়ার আগে তাঁর মক্কেলকে দিয়ে পুলিশ একটি ক্ষমাপ্রার্থনার চিঠিতে স্বাক্ষর করিয়ে নিয়েছে। সেই চিঠিতে এমন উল্লেখ রয়েছে যে তিনি ওই ছবি আর কখনও পোস্ট করবেন না।
BJP Youth Wing Convenor Priyanka Sharma: I will fight this case. I will not apologise https://t.co/aWUZFBXl3c
— ANI (@ANI) May 15, 2019
জেল থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিক বৈঠক করে বিজেপি যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার তাঁর জামিন মঞ্জুর হয়। কিন্তু জামিন মঞ্জুরের পরও দীর্ঘ সময় তাঁকে ছাড়া হয়নি। জামিন মঞ্জুরের ১৮ ঘণ্টা পর আজ সকালে ছাড়া হয় তাঁকে। এই সময় তাঁকে তাঁর পরিবার ও আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি৷ বলেন, ‘‘জেলের মধ্যে আমার উপর অত্যাচার করা হয়েছে৷ কোনও অন্যায় করিনি৷ আমি ক্ষমা চাইব না৷’’