দিদির ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার ফল এই হামলা: মোদি

কলকাতা: ভোটের বাজারে তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত দেশের রাজনীতি৷ চলছে একে অপরের বিরুদ্ধে দোষারোপের পালা৷ শুরু কাদা ছোড়াছুড়ি পর্ব৷ এবার সেই পর্বে সামিল হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ টাকিতে জনসভা করে মোদি সাফ জানিয়ে দেন, মঙ্গলবার হামলার কারণ৷ দীর্ঘ ভাষণে মোদি বলেন, ‘‘মঙ্গলবারের ঘটনা পুরো দেশে চর্চা চলছে। মমতা দিদি বলেছিলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো।

দিদির ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার ফল এই হামলা: মোদি

কলকাতা: ভোটের বাজারে তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত দেশের রাজনীতি৷ চলছে একে অপরের বিরুদ্ধে দোষারোপের পালা৷ শুরু কাদা ছোড়াছুড়ি পর্ব৷ এবার সেই পর্বে সামিল হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ টাকিতে জনসভা করে মোদি সাফ জানিয়ে দেন, মঙ্গলবার হামলার কারণ৷

দীর্ঘ ভাষণে মোদি বলেন, ‘‘মঙ্গলবারের ঘটনা পুরো দেশে চর্চা চলছে। মমতা দিদি বলেছিলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো। ২৪ ঘণ্টার মধ্যে তীব্র প্রতিফলন দেখা দিল৷ দিদি, আপনার অহংকার দেখে জনতা আপনাকে ক্ষমতাচ্যুত করবেন৷’’

মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে মোদির মন্তব্য, ‘‘দিদি, ভুলে যাবেন না, যাঁরা আপনাকে ২১তম ভারতের সপ্তম আকাশে বসাতে পারে, তাঁরা আপনাকে মাটিতে আছড়ে ফেলতেও পারে। যাঁদের আপনি জেলে পুড়ছেন, তাঁরাই আপনাকে ক্ষমতাচ্যুত করবে৷ দিদি, পরিষেবা দিয়ে ক্ষমতায় আসতে হয়। কিন্তু, আপনিতো জনতা আর ক্ষমতাকে গোলাম করে রাখতে চাইছেন। জনতা ক্ষমা করবে না। আপনার দিন ফুরিয়ে আসতে চলেছে৷’’

বলেন, ‘‘দিদি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মানি না বলছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানেন।  দিদি, আপনি লিখে রেখে দিন, বিজেপি ৩০০র বেশি আসন নিয়ে আবার ক্ষমতায় আসবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 13 =