বার্সেলোনা: জল্পনা ছিল৷ শেষপর্যন্ত সেই জল্পনার অবসান৷ দীর্ঘ লড়াইয়ের পর, অবশেষে ক্লাব ছাড়তে ইচ্ছা প্রকাশ করলেন লায়োনেল মেসি৷ নিজের এই সিদ্ধান্তের কথা বার্সেলোনা ক্লাব কর্তাদের জানিয়ে দিয়েছেন আর্জেন্তাইন তারকা৷ আসন্ন মরশুমে মেসির দল ছাড়ছে বলে সংবাদমাধ্যম নানা খবর প্রকাশ হয়েছে৷ এবার সেই খবর পেল পূর্ণতা৷ মেসি ক্লাব ছাড়ছেন বলে খবর ছড়িয়ে পড়তেই ক্লাবের সামনে বিক্ষোভে সামিল মেসিভক্তরা৷
ক্লাব ছাড়ার জল্পনা বেশ কিছু দিন ধরেই চলছিল৷ সেই চর্চা আরও মাত্রা পেয়েছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বায়ার্ন মিউনিখের কাছে দল ৮-২ ব্যবধানে লজ্জার হারের ঘটনাকে কেন্দ্র করে৷ এরপর কোচের সঙ্গে বৈঠকের পরও গলেনি বরফ৷ বরং কোচের সঙ্গে তাঁর বৈঠকের খবর সংবাদমাধ্যমে ফাঁস হতেই আরও চটে যান এলএম টেন৷ এরপর দল ছাড়ার সিদ্ধান্ত আরও জোরাল হয়৷
অনদিকে, মেসির দলবদলের ফির কোনও টাকাই পাবে না বার্সেলোনা৷ কেননা, আগামী বছর জুন মাস পর্যন্ত মেসির চুক্তি রয়েছে৷ তবে চুক্তির শর্ত অনুযায়ী, শেষ বছরে মেসি নিজে দল ছাড়তে চাইলে ক্লাব বাধা দেবে না৷ ফলে, মেসির দল ছাড়া এখন সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে৷