আইপিএলে করোনার থাব, ১৩ জন করোনা পজিটিভ, জানাল বিসিসিআই

 বিসিসিআই জানিয়েছে ২০ থেকে ২৮ আগস্ট পর্যন্ত করা মোট ১,৯৮৮টি কোভিড টেস্টের ফলাফল অনুযায়ী অংশগ্রহণকারী দল গুলি থেকে মোট ১৩ জন করোনা পজিটিভ, যাদের মধ্যে দুজন খেলোয়াড়ও আছেন। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে যে এরা প্রত্যেকেই উপসর্গহীন এমনকি এঁদের সংস্পর্শে এসেছেন যারা তাঁদের মধ্যেও কোনো উপসর্গ দেখা যায়নি।

দুবাই:  ড্রিম-১১- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২০ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে খেলা চলবে ১০ নভেম্বর। অর্থাৎ হাতে মাত্র কয়েকটি দিন। আর তার আগেই পর পর করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লিগে অংশগ্রহণকারী খেলোয়াড় থেকে শুরু করে অন্যান্য সদস্যদের মধ্যেও। শনিবার আরও এক খেলোয়াড়ের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় এপর্যন্ত আক্রান্তের সংখ্যা দুজন খেলোয়ার সহ মোট ১৩ জন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট অফ ইন্ডিয়া (বিসিসিআই)-র তরফে এক বিবৃতিতে শনিবার এই খবর জানানো হয়েছে। একের পর এক খেলোয়রের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় স্বভাবতই চাপ বাড়ছে লিগ নিয়ে।

এমনিতেই দেরিতে শুরু হতে চলা আইপিএল টুর্নামেন্টকে করোনা আবহ থেকে দূরে রাখতে ভারত থেকে আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে সেখানে পৌঁছেও গেছে অংশগ্রহণকারী দলগুলি। তারপর থেকেই প্রটোকল মেনে শুরু হয়েছে বাধ্যতামূলক করোনা টেস্ট ও কোয়ারেন্টাইন পর্ব। বিসিসিআই জানিয়েছে ২০ থেকে ২৮ আগস্ট পর্যন্ত করা মোট ১,৯৮৮টি কোভিড টেস্টের ফলাফল অনুযায়ী অংশগ্রহণকারী দল গুলি থেকে মোট ১৩ জন করোনা পজিটিভ, যাদের মধ্যে দুজন খেলোয়াড়ও আছেন। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে যে এরা প্রত্যেকেই উপসর্গহীন এমনকি এঁদের সংস্পর্শে এসেছেন যারা তাঁদের মধ্যেও কোনো উপসর্গ দেখা যায়নি। যদিও সতর্কতা বিধি মেনে তাঁদের প্রত্যেককেই আলাদা রাখা হয়েছে আইপিএলের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে। প্রোটোকল অনুযায়ী লিগে অংশ নেওয়া দলগুলির খেলোয়াড়, সহায়তা কর্মী, দলের ব্যবস্থাপনায় আছেন যারা, বিসিসিআইয়ের কর্মী, আইপিএল-এর পরিচালনার দায়িত্বে আছেন যারা তাঁদের সকলেরই কোভিড টেস্ট হচ্ছে।

এদিকে লিগের সদস্যদের করোনা আক্রান্ত  হওয়ার খবর জানানো হলেও তাঁরা কোন দলের সেবিষয়ে কিছুই জানানো হয়নি। যদিও ইতিমধ্যেই ব্যপকভাবে প্রচারে এসেছে যে চেন্নাই সুপার কিং'স-এর  দীপক চাহার এবং ঋতুরাজ গায়কোয়ারের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ। এছাড়াও এই দলেরই সহায়তা কর্মী ও কর্মকর্তাসহ পুরো সিএসকে স্কোয়াডের শুক্রবার চতুর্থ দফা কোভিড টেস্ট হয়েছে। যদি এই রটনা সত্যি হয়ে থাকে তাহলে বলাই যায় এই মূহুর্তে দল নিয়ে বেশ চাপেই রয়েছেন দলের মালিক মহেন্দ্র সিং ধোনি। তবে নানান প্রতিকূলতা ও আইপিএল এর আয়োজনকে ঘিরে মূল যে আশংকাটি ছিল অর্থাৎ করোনা সংক্রমণের ভয়। শেষ পর্যন্ত সেই আশংকাই সত্যি প্রমাণিত হওয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএল টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 17 =