মূর্তি ভাঙার প্রতিবাদ মিছিলে লাঠি চালাল মমতার পুলিশ!

কলকাতা: বাংলায় নৈরাজ্যের পরিস্থিতির মধ্যেই মুখ পোড়াল পুলিশ! বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ বাম ছাত্র-যুবদের মিছিলে আক্রমণ চালাল মমতার পুলিশ! বুধবার বিকেল চারটে নাগাদ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে মিছিল করতে জড়ো হন বিদ্যাসাগর কলেজের প্রাক্তন ও শিক্ষক-শিক্ষিকারা৷ মিছিলে যোগ দেয় আইসা, ইউএসডিএফ, এসএফআই৷ অভিযোগ, মিছিল বাড়তেই লাঠিচার্জ করে পুলিশ৷ পুলিশের লাঠির ঘায়ে জখম হন

মূর্তি ভাঙার প্রতিবাদ মিছিলে লাঠি চালাল মমতার পুলিশ!

কলকাতা: বাংলায় নৈরাজ্যের পরিস্থিতির মধ্যেই মুখ পোড়াল পুলিশ! বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ বাম ছাত্র-যুবদের মিছিলে আক্রমণ চালাল মমতার পুলিশ!

মূর্তি ভাঙার প্রতিবাদ মিছিলে লাঠি চালাল মমতার পুলিশ!বুধবার বিকেল চারটে নাগাদ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে মিছিল করতে জড়ো হন বিদ্যাসাগর কলেজের প্রাক্তন ও শিক্ষক-শিক্ষিকারা৷ মিছিলে যোগ দেয় আইসা, ইউএসডিএফ, এসএফআই৷ অভিযোগ, মিছিল বাড়তেই লাঠিচার্জ করে পুলিশ৷ পুলিশের লাঠির ঘায়ে জখম হন বেশ কয়েকজন৷ আপাতত প্রহৃত পাঁচজনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত দুই জনের নাম কল্পক গুহ, ধৃতিমান ভট্টাচার্য। চোট পেয়েছেন নাট্য কর্মী পাঞ্চালী কর, সৌরদীপ্ত সেনগুপ্ত, শৌভিক মুখোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে এফআআইআর দায়ের করতে চাইছে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা।

মূর্তি ভাঙার প্রতিবাদ মিছিলে লাঠি চালাল মমতার পুলিশ!প্রতিবাদ জানাতে গিয়ে নাট্যকার জয়রাজ ভট্টাচার্য সংবাদমাধ্যমে অভিযোগ করেন, ‘‘বিনা প্ররোচনায় লাঠি চালাল পুলিশ। আমাদের প্রথম থেকেই কোনও নিরাপত্তা দেয়নি পুলিশ। মিছিল কেশব ভবনের সামনে যেতেই আমাদের ওপর চড়াও হয় পুলিশ। পাঁচজন ছাত্রছাত্রী আহত হয়েছেন। তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাআলে নিয়ে যাওয়া হচ্ছে৷’’ ফেসবুকে লেখেন, ‘‘আজ সকাল থেকে মিছিলে তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এই মর্মে যারা নিদান দিচ্ছিলেন তারা জেনে নিশ্চয়ই খুশি হবেন, আমাদের ছয়জন সাথী রাজ্য সরকারের পুলিশের লাঠিচার্জে আহত হয়ে, এই মুহূর্তে মেডিকেল কলেজে।’’

সূত্রের খবর, বেশিরভাগ পুলিশই সাদা পোশাকে মজুত ছিলেন ঘটনাস্থলে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভ মিছিলের রুটম্যাপটিকে সুরক্ষিত রাখার জন্যেই ছিল যাবতীয় তৎপরতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 7 =