দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর কাছে নয়া প্রত্যাশা মোদীর!

দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর কাছে নয়া প্রত্যাশা মোদীর!

 

নয়াদিল্লি: ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কৌশলে দিলেন বিরোধীদের বার্তা৷ দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর কাছেও রাখেন প্রত্যাশা। লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী৷

ভাষণের শেষের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তিনি কর্মফলে বিশ্বাসী৷ সাফ জানিয়ে দেন, তিনি কোনও ভবিষ্যদ্বাণী করতে পারেন না৷ বিশ্বাস করেন কর্মফলে৷ দেশের যুবসমাজ, কৃষকের উপর আস্থা রাখার কথা জানান প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী মনে করেন, দেশের যুবসমাজ সবই করতে পারে৷ আর সেই লক্ষ্যপূরণ থেকে কেউ বিরত করতে পারে না বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী৷

এদিন দেশের আগামী প্রধানমন্ত্রীর জন্য নরেন্দ্র মোদী বলেন, ২০৪৭ সালে স্বাধীনতার ১০০তম বর্ষে যেই প্রধানমন্ত্রী হোন না কেন, তিনি বর্তমানে নেওয়া সিদ্ধান্তেরই সিদ্ধিলাভ করবেন৷ একুশ শতকে ভারতকে স্বপ্নপূরণ থেকে কেউ রুখতে পারবে না বলেও আশ্বাল দেন প্রধানমন্ত্রী৷

বিরোধীদের খোঁচা দিয়ে প্রধানমন্ত্রীর দাবি, পরিবর্তনের জন্য রাজনৈতিক ইচ্ছাশক্তির প্রয়োজন৷ বড়সড় পরিবর্তন করার জন্য রাজনৈতিক ইচ্ছাশক্তির প্রয়োজন৷ গোটা বিশ্ব দেখছে, ভারতের রাজনৈতিক ইচ্ছাশক্তি৷ গুড গভর্নেন্সে তাঁর সরকার বিশ্বাসী বলেও জানান প্রধানমন্ত্রী৷

এদিনের জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে নেহরু থেকে শুরু করে পটেল, অম্বেডকরের কাছে ঋণ স্বীকার করেন মোদী৷ জানান, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, সর্দার পটেলের হাত ধরেই ভারত ঐক্যবদ্ধ হয়েছে৷ বাবাসাহেব অম্বেডকর ভারতকে ভবিষ্যতের পথ দেখিয়েছেন৷ আজ তাঁদের স্মরণ করছে দেশ৷ চিরকাল ঋণী থাকবে গোটা দেশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =