ডায়মন্ড হারবার: তৃণমূলের নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
বুধবার ডায়মন্ড হারবারের সভা থেকে অভিষেকের বিরুদ্ধে সুর রাস্তা দখল করে দপ্তর খোলার অভিযোগের তোলেন মোদি৷ প্রধানমন্ত্রীর এই অভিযোগের ভিত্তিতে মোদিকে আইনি নোটিস পাঠানোর হুঁশিয়ারি তৃণমূল সাংসদের৷ মোদি তাঁর মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে মামলা দায়ের করা হবে বলেও হুমকি দিয়ে রাখেন তৃণমূলের এই সাংসদ৷
বুধবার বিকালে ডায়মন্ড হারবারে সভা করে মোদি বলেন, ‘‘আমাকে বলা হয়েছে, এখানে নাকি ভাতিজা রাস্তা দখল করে তাঁর দপ্তর খুলেছে৷ কি খুলেছে কি না?’’ এর পরই একটি গল্প শোনান মোদি৷ বলেন, ‘‘আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম, তখন আমি একটি দপ্তর ভাড়া নিয়ে ছিলাম৷ কিন্তু, পরে জানতে পারি, আমার বাড়ির মালিক সীমানা বাড়িয়ে সরকারি জমি কিছুটা দখল করে রেখেছে৷ তখনই আমি নির্দেশ দিই সরকারি জমি দখল মুক্ত করতে৷ প্রশাসন গিয়ে সরকারি জমি দখল মুক্ত করে৷ সংবাদমাধ্যমে বড়বড় করে খবর করা হয়, মোদি ভাঙল মোদির দপ্তর৷ কিন্তু, এখানে তো মমতাদি… লুটো…’’
মোদির এই মন্তব্যের পর পাল্টা ডায়মন্ড হারবারের সভা থেকে তৃণমূল সাংসদ জানিয়ে দেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে৷ এজন্য মোদিকে আইনি নোটিস পাঠানো হবে৷ জবাব না মিললে দায়ের করা হবে মামলা৷
গত বছর ২৯ আগস্ট বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নামে মানহানির মামলা করেন তৃণমূল যুব কংগ্রেসের প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, কলকাতার একটি জনসভায় অমিত শাহ তাঁর বিরুদ্ধে অতি অবমাননাকর মন্তব্য করেছেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অষ্টম বেঞ্চের সামনে হাজিরা দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।