নারী কখন পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের!

নারী কখন পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের!

9f2c34e633569d3bd5de6965b1135712

মধ্যপ্রদেশ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের নামে ধর্ষণের অভিযোগ৷ তারই প্রেক্ষিতে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ সামনে আনল আদালত৷ বিচারপতি জানিয়ে দিলেন, শুধু মাত্র ‘শারীরিক ক্ষিদে’ মেটানোর জন্য ভারতীয় মেয়েরা কোনও পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হন না৷ নারী এবং পুরুষ, আলাপ পরিচয় থেকে পরস্পরের প্রতি তৈরি হওয়া সম্পর্কের পরিণতি হল বিবাহ৷ এই বিবাহের প্রতিশ্রুতি থাকলে তবেই ভারতীয় কোনও নারী যৌন সঙ্গমে লিপ্ত হন৷ একটি মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ সামনে এনেছেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি সুবোধ অভয়ঙ্করের সিঙ্গল বেঞ্চ৷

সরকারি আইনজীবী জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১৯ সাল থেকে এক কিশোরীর সঙ্গে সহবাসে লিপ্ত হয়েছিলেন অভিযুক্ত৷ পরে বিয়ে করতে অস্বীকার করে সে৷ এরপরই আত্মহননের পথ বেছে নিয়েছিল মেয়েটি৷ তবে ভাগ্যবশত: মেয়েটি বেঁচে যায়৷ এরপরই পুরো ঘটনা সামনে আসে৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে৷

তারই প্রেক্ষিতে বিচারপতি সুবোধ অভয়ঙ্করের সিঙ্গল বেঞ্চ এজলাসে প্রশ্ন তোলে, একটি মেয়ে কখন সুইসাইড করতে যায়? এর থেকেই তো স্পষ্ট, সে সম্পর্কটার বিষয়ে সিরিয়াস ছিল৷ বিয়ের প্রতিশ্রুতি পেয়েই সে যৌন মিলনে লিপ্ত হয়েছিল৷ কিন্তু ছেলেটি আসলে তাঁকে ধোঁকা দিয়েছিল৷ এরপরই অভিযুক্তের জামিন খারিজ করে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক৷ একই সঙ্গে বিচারক জানিয়ে দেন, এই ধরণের কিছু অভিযোগের জেরেই মানুষের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হচ্ছে৷ প্রণয়ের মতো সুন্দর সম্পর্কে কালিমালিপ্ত হচ্ছে৷ তাই এবিষয়ে সমাজের সর্বস্তরকেও সচেতন হওয়ার কথা বলতে শোনা যায় বিচারকের মুখে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *