বিক্রি হয়ে গিয়েছে কমিশন! জেলে যাওয়ার পরোয়া করি না: মমতা

কলকাতা: আগামী ১৯ মে শেষ দফায় ভোটগ্রহণ হবে৷ আগে থেকেই হিংসার আসঙ্কা করে নির্বাচন কমিশন নজিরবিহীন ভাবে রাজ্যে ৩২৪ ধারা লাগু করেছে। যার ফলে নির্বাচনী প্রচারের সময় শুক্রবার থেকে একদিন এগিয়ে বৃহস্পতিবার ধার্য হয়েছে। আর এই সবটাই হয়েছে তাঁকে আটকাতে, এমনটাই দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের৷ এদিন মধুরাপুরের এক জনসভা থেকে তিনি সরাসরি অভিযোগ কললেন,

বিক্রি হয়ে গিয়েছে কমিশন! জেলে যাওয়ার পরোয়া করি না: মমতা

কলকাতা: আগামী ১৯ মে শেষ দফায় ভোটগ্রহণ হবে৷ আগে থেকেই হিংসার আসঙ্কা করে নির্বাচন কমিশন নজিরবিহীন ভাবে রাজ্যে ৩২৪ ধারা লাগু করেছে। যার ফলে নির্বাচনী প্রচারের সময় শুক্রবার থেকে একদিন এগিয়ে বৃহস্পতিবার ধার্য হয়েছে। আর এই সবটাই হয়েছে তাঁকে আটকাতে, এমনটাই দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের৷ এদিন মধুরাপুরের এক জনসভা থেকে তিনি সরাসরি অভিযোগ কললেন, ‘‘নির্বাচন কমিশন এখন বিজেপির ভাই৷’’

তিনি আরও জানান, এই কথাটা বলতে তাঁর দুঃখ হচ্ছে৷ কিন্তু কিছু করার নেই৷ বলার জন্য হয়তো তাঁকে জেলে যেতে হতে পারে৷ কিন্তু তিনি তার পরোয়া করেন না৷ কারণ এটাই সত্যি৷ আর সত্যি বলতে, তিনি কখনও ভয় পান না৷ নির্বাচন কমিশন বিক্রি হয়ে গিয়েছে৷ নির্বাচন কমিশন এখন বিজেপির ভাই বলেও কটাক্ষ করেন তিনি৷

তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, বুধবার রাতেই তাঁরা খবর পেয়েছিলেন বিজেপি, নির্বাচন কমিশনে গিয়ে এমন ব্যবস্থা করছে, যাতে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে সভা করার পর আর কেউ সভা করতে না পারে৷ এরপরই মমতা বলেন, আগে নির্বাচন কমিশন নিরপেক্ষ ছিল৷ কিন্তু এখন দেশের সবাই বলছে, কমিশন বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে৷

তাঁকে এই ভাবে কৌশলে আটকানোও যাবে না বলেও দাবি করেন তৃণমূল নেত্রী৷ কমিশন প্রচারের দিন কমিয়ে আনায়, তিনিও শুক্রবারের সব কর্মসূচী বৃহস্পতিবার এগিয়ে নিয়ে এসেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − seven =