নির্বাচনী সভায় ভাইপোর প্রেমের কাহিনি শোনালেন পিসি!

ডায়মন্ড হারবার: ভোটের প্রচারে গিয়ে মোদি-শাহকে কাঠগড়ায় একের পর এক আক্রমণ শানিয়ে এসেছেন তৃণমূল সুপ্রিমো৷ প্রায় দেড় মাস ধরে এই কাজটা নিজের কাঁধে চাপিয়ে দিল্লি দখলের লক্ষ্যে বিরবিক্রমে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার চেনা চেহারার বাইরে বেরিয়ে একটু অন্য মেজাজে ধরা দিলেন বাংলার অগ্নিকন্যা৷ বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের দাঁড়িয়ে ভাইপোর প্রেম কাহিনি শোনালেন পিসি মমতা বন্দ্যোপাধ্যায়৷

নির্বাচনী সভায় ভাইপোর প্রেমের কাহিনি শোনালেন পিসি!

ডায়মন্ড হারবার: ভোটের প্রচারে গিয়ে মোদি-শাহকে কাঠগড়ায় একের পর এক আক্রমণ শানিয়ে এসেছেন তৃণমূল সুপ্রিমো৷ প্রায় দেড় মাস ধরে এই কাজটা নিজের কাঁধে চাপিয়ে দিল্লি দখলের লক্ষ্যে বিরবিক্রমে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার চেনা চেহারার বাইরে বেরিয়ে একটু অন্য মেজাজে ধরা দিলেন বাংলার অগ্নিকন্যা৷ বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের দাঁড়িয়ে ভাইপোর প্রেম কাহিনি শোনালেন পিসি মমতা বন্দ্যোপাধ্যায়৷  তবে সেই প্রেম কাহিনি শোনানোর মাঝে নরেন্দ্র মোদিও দিলেন খোঁচা৷

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মমতা বলেন, ‘‘অভিষেক যাকে বিয়ে করেছে, সে বাচ্চা মেয়ে। ওরা দিল্লিতে প্রেম করত৷ ওর বউ এখনও বাংলা জানে না। পঞ্জাবি। তাতে কী করব? আমরা কি গিয়ে ধরব, বলো তোমার বাবার নাম কী, মায়ের নাম কী? আরে, প্রেম করতে গিয়ে কি এসব করে নাকি কেউ? প্রেম করেছে, বিয়ে করেছে, আমরা গিয়ে নেমন্তন্ন খেয়ে এলাম৷’’

কলকাতা বিমানবন্দরে অভিষেকের স্ত্রী রুজিরা নারুলার ব্যাগে তল্লাশি প্রসঙ্গে মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘অভিষেকের যাকে বিয়ে করেছে, সে বাচ্চা মেয়ে। ওই মেয়েটারও পিছনে পড়েছে। ভাবতে পারবেন না ওর পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত আমায় বলে, দিদি জানো নরেন্দ্র মোদি একজন দুষ্টু লোক। আমি জিজ্ঞাসা করলাম কেন। বলে, ও আমার মাকে জেলে পাঠাতে চায়। আমি ওকে বললাম বড়দের কথায় কান দিও না। সে তখন বলে, আমি সব জানি দিদি। আমি জয় তৃণমূল৷’’ অভিষেকের স্ত্রীর এই ঘটনা তিনি প্রথমে জানতেন না৷ বলেন, ‘‘অভিষেকের মা বলল, ওর ব্যাগে শুধু সোনার বালা ছিল৷ তাই নিয়ে মোদির জ্বালা৷ ওর বউকে কেন টানছিস! নোংরামির সীমা থাকা দরকার৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + twelve =