মাস্টারব্লাস্টারের রেকর্ড ভেঙে ১২ হাজারের এলিট ক্লাবে কোহলি

মাস্টারব্লাস্টারের রেকর্ড ভেঙে ১২ হাজারের এলিট ক্লাবে কোহলি

3c3dd8854d7da06c3bc7bd82ada251a4

ক্যানবেরা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ১২ হাজার রানের এলিট ক্লাবে ঢুকে পড়লেন বিরাট কোহলি৷ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দলকে জেতাতে পারেননি ক্যাপ্টেন কোহলি৷ ফলে বুধবারের ম্যাচ একেবারেই নিয়মরক্ষার৷ দ্বিতীয় ওডিআই ম্যাচ শেষে তাঁর রান ছিল ১১ হাজার ৯৭৭৷ এদিন ক্রিজে নেমেই মাইলফলক ছুঁয়ে নেন ৩২ বছরের অধিনায়ক৷ মাস্টার ব্লাস্টারের চেয়ে ৫৮ ইনিংস কম খেলেই তিনি ঢুকে পড়েন ১২ হাজারের ঘরে৷ 

আরও পড়ুন- খেলার মাঠে অজি তরুণীকে বিয়ের প্রস্তাব! ভাইরাল ভারতীয় যুবকের ভিডিও

মাত্র ২৪২ ইনিংস খেলেই ১২ হাজার রান করেছেন ক্যাপ্টেন কোহলি৷ শচীন তেন্ডুলকর এই রান করেছিলেন ৩০০ ইনিংস খেলে৷ তেন্ডুলকর এবং কোহলি ছাড়াও ১২ হাজার রান করার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা, সনৎ সজয়সূর্য এবং মহেলা জয়বর্ধনের৷ তবে তাঁরা সকলেই ৩০০-র বেশি ইনিংস খেলে এই রান করেছিলেন৷ তাঁদের মধ্যে সবচেয়ে কম ৩০০ ইনিংস খেলে এই রান করার রেকর্ড ছিল মাস্টার ব্লাস্টারের৷ সেখানে মাত্র ২৪২ ইনিংসেই ১২ হাজারের এলিট ক্লাবে ঢুকে পড়লেন বিরাট কোহলি৷ দ্রুততম ব্যাটসম্যান হিসাবে (ইনিংস-এর বিচারে) ১০ হাজার এবং ১১ হাজার রান করার রেকর্ডও রয়েছে কোহলির ঝুলিতে৷ ২২২টি ইনিংস খেলে ১১ হাজার রান করেন ভারতের বর্তমান অধিনায়ক৷ ১০ হাজার রান করেছিলেন মাত্র ২০৫ টি ইনিংস খেলে৷ 

আরও পড়ুন- মাদ্রিদের ক্লাবে সাক্ষর বঙ্গ তনয়ার, বৃষ্টির অনবদ্য সাফল্যে গর্বিত বাংলা

২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর৷ ১২ বছরের দীর্ঘ কেরিয়ারে ৪৩টি ওডিআই সেঞ্চুরি এবং ৫৯টি অর্ধশত রান আছে ক্যাপ্টেন কোহলির৷ শেষ অর্ধশতরান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে৷ ৩৯০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি৷ যদিও ওই ম্যাচে ভারতকে জেতাতে ব্যর্থ হন কোহলি৷ কেএল রাহুল (৭৬) তাঁকে যোগ্য সঙ্গত দিলেও ৫১ রানে পরাজিত হয় টিম ইন্ডিয়া৷ হোয়াইটওয়াশের লজ্জা ঢাকতে আজ ময়দানে মরিয়া কোহলির ভারত৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *