সোশ্যাল মিডিয়ায় তালিবানকে সমর্থন করে একাধিক পোস্ট! গ্রেফতার ১৪

সোশ্যাল মিডিয়ায় তালিবানকে সমর্থন করে একাধিক পোস্ট! গ্রেফতার ১৪

দিসপুর: আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবান জঙ্গি গোষ্ঠী। বিভিন্ন দেশের নাগরিকদের মতো ভারতের একাধিক নাগরিক এখনো সেখানে আটকে পড়েছেন। প্রতি মুহূর্তে সেখান থেকে মর্মান্তিক, বিস্ফোরক এবং উদ্বেগজনক খবর আসছে। ভারতসহ বিভিন্ন দেশ নিজেদের নাগরিকদের যেনতেন প্রকারে ফেরানোর উদ্যোগ নিয়েছে। তবে ঠিক এই পরিস্থিতির মধ্যেই ভারতে বসে তালিবানি কীর্তিকলাপকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে অনেকে! এই রকমই ১৪ জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ। তাদের বিরুদ্ধে তালিবানকে সমর্থন করে সন্ত্রাসে ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে।

অসম পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যেই এদের সকলকে গ্রেফতার করা হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে ইউএপিএ, সাইবারক্রাইম এবং ভারতীয় ফৌজদারি আইনের একাধিক ধারা লাগু করা হয়েছে। প্রথমে এদের মধ্যে অনেককে সতর্ক করা হয়েছিল ঠিকই কিন্তু তাতে কোনো লাভ হয়নি। একের পর এক তালিবান সমর্থিত পোস্ট পড়ে যাচ্ছিল তারা। শেষমেষ প্রত্যেককে গ্রেফতার করেছে অসম পুলিশ। গোয়ালপাড়া, দারাং, কাছাড়, ধুবরি সহ একাধিক জায়গা থেকে এদের সকলকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয় নিয়ে টুইট করেছেন অসমের ডিআইজি নিজেও। তিনি স্পষ্ট জানিয়েছেন যে যারা এই ধরনের পোস্ট করেছে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। 

আরও পড়ুন- কাঁটা তারে ঝুলছে শিশু, গেট ধরে কাঁদছেন মহিলারা, চরম বিশৃঙ্খলা কাবুল বিমানবনদের

ইতিমধ্যেই ফেসবুক তালিবান সম্পর্কিত যাবতীয় কনটেন্ট মুছে ফেলার কথা জানিয়েছে। একই সঙ্গে তালিবান সম্পর্কিত কনটেন্টগুলি কারা পোস্ট করছেন সেবিষয়েও নজরদারি শুরু করলে সোশ্যাল মাধ্যমের জনপ্রিয় এই সংস্থা৷ এই প্রেক্ষিতে আগেই ফেসবুকের মুখপাত্র জানিয়েছিলেন, তাঁরা তালিবানকে জঙ্গি সংগঠন ছাড়া অন্য কোনও চোখে দেখতে চান না৷  যাঁরা মানবাধিকার লঙ্ঘন করে তাঁদের তারা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন৷ তালিবানকে নিষিদ্ধ করা হয়েছে৷ তালিবান সমর্থিত যেসব অ্যাকাউন্ট আছে, সেই সব অ্যাকাউন্ট এবং পোস্ট মুছে ফেলা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − four =