ফের হেনস্তার শিকার হলেন বিজেপি নেতা মুকুল রায়৷ দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুরের অভিযোগ৷ বৃহস্পতিবার রাতের ঘটনা। নাগেরবাজারের একটি গেস্ট হাউসে শমীক ভট্টাচার্য, দমদমের সিপিএম নেতা পল্টু দাশগুপ্তকে প্রায় দু’ঘণ্টা ঘেরাও করে রাখা হয়৷ তিনটি গাড়ি ভাঙচুর হয়৷ পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশকে লাঠি চালাতে হয়। জখম হয়েছেন দমদম থানার আইসি। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও ঘটনাস্থলে যান।
পরিস্থিতি স্বাভাবিক হয় দু’ঘণ্চা পরে। তৃণমূলের অভিযোগ, সিপিএমের পল্টু দাশগুপ্তের সঙ্গে বৈঠক করতে মুকুলবাবু ও শমীকবাবু ওই গেস্ট হাউসে ঢুকেছিলেন। ওই গেস্ট হাউসের উপরের ফ্ল্যাটের বাসিন্দা রাজু সরকার জানান, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিন নেতা তাঁর বাড়িতে এসেছিলেন। মুকুলবাবু বলেন, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসে তাঁদের তৃণমূলের সন্ত্রাসের মুখে পড়তে হল। অন্যদিকে,মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, শমীক ভট্টাচার্য নিজের গাড়ি নিজে ভেঙে ঘটনায় দায় তৃণমূলের ওপরে চাপানোর চেষ্টা করছেন।