কলকাতা: বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জেরে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তার জবাব ইভিএমে দেওয়ার আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ও ডায়মন্ডহারবারের সভায় মমতার আহ্বান- রবিবারের ভোটে বাঙালির আবেগ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে গর্জে উঠুন। ভোটের মধ্যে দিয়ে বদলা নিন বিজেপির বিরুদ্ধে।
অমিত শাহের রোড শো এবং তাকে কেন্দ্র করে গোলমালের প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূল সুপ্রিমো বলেন, মূর্তি ভাঙা বিজেপির অভ্যাস। ত্রিপুরাতে ক্ষমতায় এসে মার্কস-লেনিনের মূর্তি ভেঙেছিল। অমিত শাহের নেতৃত্বে গুন্ডামি হয়েছে। বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে আঘাত করেছে ওরা। বদলা চাই। ওদের বিরুদ্ধে এক একটা করে ভোট দিয়ে বদলা নিতে হবে। নেবেন তো বদলা? সিংহগর্জনে সভাস্থল জানিয়ে দেয়, নেব বদলা, নেবই।
এদিনই উত্তরপ্রদেশের এক নির্বাচনী সভায় নরেন্দ্র মোদি বলেছেন, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূল। বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি বানিয়ে দেওয়া হবে। সেই প্রসঙ্গ তুলে দৃশ্যত ক্ষুব্ধ মমতা বলেন, মিটিং করে বলছেন, বানিয়ে দেব। মূর্তি ভেঙে বানিয়ে দিলেই হয়ে গেল? আবেগ ও ঐতিহ্য ভেঙে নতুন করে গড়া যায় না। কত বড় মিথ্যাবাদী! তৃণমূল ভেঙেছে! সব টিভি চ্যানেল দেখিয়েছে, কারা গোলমাল পাকিয়েছে, মূর্তি ভেঙেছে। এত বড় মিথ্যাবাদী লোক, কান ধরে ওঠবোস করানো উচিত। মোদিবাবু, বাংলা তোমার কাছে ভিক্ষে চায় না। আরেকজন বলছে, বাংলা নাকি কাঙাল হয়ে গিয়েছে! কত বড় সাহস, স্পর্ধা! বাংলাকে অপমান করছে!