কলকাতা: আগামী রবিবার শেষ দফায় রাজ্যের ন’টি লোকসভা কেন্দ্রের নির্বাচন উপলক্ষে বিজেপি এবং তৃণমূল উভয়েই বহিরাগত লোকজন জড়ো করছে। তাই ওইদিন ভোট লুটের যে কোনও চেষ্টা রুখে দেওয়ার জন্য এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার রাতে প্রচারের শেষ পর্বে এক বিবৃতিতে তিনি দলের কর্মী-সমর্থকদের এই বার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, ভোট লুট সহ কেন্দ্র ও রাজ্যের শাসকদলের আচরণ বিধি ভঙ্গের বিষয়ে সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনকে অবগত করতে হবে। এজন্য নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করতে হবে। তবে কমিশনের উপর অতিরিক্ত নির্ভরতার মোহ পোষণ করে লাভ নেই। তাই জনগণকে সঙ্গে নিয়েই অবাধ ভোট করার পরিবেশ নিশ্চিত করতে হবে দলের কর্মীদের। প্রয়োজনে প্রতিরোধের জন্যও তৈরি থাকতে হবে তাদের। কোনওরকম গুজব বা প্ররোচনায় কান না দেওয়ার নির্দেশও দিয়েছেন সূর্যবাবু।
সিপিএম রাজ্য সম্পাদকের অভিযোগ, শেষ দফার নির্বাচনে নয় কেন্দ্রের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য তৈরি রয়েছে। নির্বাচন কমিশনকে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ সেদিন নিশ্চিত করতে হবে। শেষ মুহূর্তে প্রচারের সময়সীমা কমালেও গোটা নির্বাচন পর্বে কমিশনের কার্যকরী পদক্ষেপ এযাবৎ দেখা যায়নি। কেন্দ্রীয় বাহিনীও সেভাবে সক্রিয় ভূমিকা পালন করেনি।