কলকাতা: যে সব কেন্দ্রে রবিবার ভোট রয়েছে, সেখানে গোলমাল পাকাতে পারে এমন ব্যক্তিদের ‘সেফ হাউসে’ রাখার নির্দেশ দিল কমিশন। ভোট চলাকালীন তাদের আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিস এসকর্ট করেই তাদের ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোটদানের ব্যবস্থা করবে।
সব পুলিস সুপার ও পুলিস কমিশনারকে এই নির্দেশ দিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এই নির্দেশের ফলে পুলিস মহলে রীতিমতো নড়াচড়া শুরু হয়েছে। প্রতিটি থানা এলাকায় গোলমাল পাকাতে পারে, এমন ব্যক্তিদের নামের তালিকা তৈরি হচ্ছে।
সেই সঙ্গে ষষ্ঠ দফায় যে সব জায়গায় হিংসা হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন। বৃহস্পতিবার কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক সিইও দপ্তরের কাছে ওই রিপোর্ট চান। সিইও দপ্তরের দুই অফিসার অমিতজ্যোতি ভট্টাচার্য ও অঞ্জন ঘোষ কেন্দ্রীয় সরকারি গেস্ট হাউসে গিয়ে অজয় নায়েকের কাছে সেই সব রিপোর্ট তুলে দেন। গত রবিবার ভোটের দিন যে গোলমালের ছবি ও খবর মিডিয়ায় দেখা গিয়েছিল, সেই নথিও বিশেষ পর্যবেক্ষকের হাতে তুলে দেওয়া হয়।