গেরুয়া উত্তরীয় জড়িয়ে টাকা পাচার, জালে পাঁচ বিজেপি নেতা

কলকাতা: আশঙ্কা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী৷ বিজেপির টাকা ছড়াতে পারে, এই আশঙ্কায় রাত জাগার পরামর্শও দিয়েছিলেন মমতা৷ এবার সেই আশঙ্কাকে সত্যি করে ভোটের আগে উদ্ধার হল নগদ এক কোটি টাকা৷ শেষ দফার ভোটে অপ্রীতিকর পরিস্থিতি রুখতে রাজ্যজুড়ে নাকা চেকিং শুরু হতেই হাতেনাতে মিলল ফলাফল৷ ভোটের ঠিক আগেই ২৪ লক্ষ ১২ হাজার নগদ অর্থসহ বারুইপুরে ধরা পড়ল পাঁচ বিজেপি

গেরুয়া উত্তরীয় জড়িয়ে টাকা পাচার, জালে পাঁচ বিজেপি নেতা

কলকাতা: আশঙ্কা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী৷ বিজেপির টাকা ছড়াতে পারে, এই আশঙ্কায় রাত জাগার পরামর্শও দিয়েছিলেন মমতা৷ এবার সেই আশঙ্কাকে সত্যি করে ভোটের আগে উদ্ধার হল নগদ এক কোটি টাকা৷ শেষ দফার ভোটে অপ্রীতিকর পরিস্থিতি রুখতে রাজ্যজুড়ে নাকা চেকিং শুরু হতেই হাতেনাতে মিলল ফলাফল৷ ভোটের ঠিক আগেই ২৪ লক্ষ ১২ হাজার নগদ অর্থসহ বারুইপুরে ধরা পড়ল পাঁচ বিজেপি নেতা৷

গেরুয়া উত্তরীয়র নীচে টাকা রুকিয়ে রাখলেও মেলেনি রক্ষা৷ ভোটের বাজারে হিসাব বহির্ভূত টাকা রাখার দায়ে ধৃত কৌশিক মণ্ডল, সরস্বতী হালদার, মিন্টু হালদার ও নমিতা সর্দার৷ ধৃত মিন্টু বারুইপুর মণ্ডল বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক৷

গেরুয়া উত্তরীয়তে মোড়া এই টাকা নিয়ে কোথায় কী কারণে যাচ্ছিলেন এই বিজেপি নেতারা? সেই প্রশ্নের কোনও সঠিক উত্তর দিতে পারেননি তারা। এরপরই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে৷  বৃহস্পতিবার রাতে নাকা তল্লাশির সময় জয়নগরের বকুলতলা এলাকার বুড়োগাট থেকে সাদা রঙের একটি জাইলো গাড়িকে প্রথমে আটক করে পুলিশ। গাড়ির ভিতরে বসে থাকা লোকজন পুলিশি তল্লাশি এড়িয়ে যেতে কোনও চেষ্টারই কসুর করেননি। তবে শেষরক্ষা হয়নি। পুলিশি তৎপরতা জানা যায় তাঁদের পরিচয়। এরপরে তল্লাশি শুরু করে পুলিশ হতভম্ব হয়ে যায়, দেখা যায় গেরুয়া রঙের উত্তরীয়তে মোড়া রয়েছে ২৪ লক্ষ ১২ হাজার টাকা। জিজ্ঞেসাবাদে সাড়া না পেয়ে তক্ষুনি দলটাকে গ্রেফতার করে পুলিশ৷

এর আগে আসানসোল স্টেশনে তল্লাশি করে দিলীপ ঘোষের আপ্ত সহায়কের ব্যাগ থেকে উদ্ধার কোটি টাকা নগদ অর্থ৷ বেহিসেবি টাকা রাখার অভিযোগে দিলীপ ঘোষের আপ্ত সহায়ক-সহ আরও এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর৷ জানা গিয়েছে, দিল্লি থেকে নির্বাচনে খরচের জন্য বাংলায় আনা হচ্ছিল এই টাকা৷ আসানসোল স্টেশনে তল্লাশি চালিয়ে নগদ এক কোটি টাকা সহ দিলীপ ঘোষের আপ্ত সহায়ক গৌতম চট্টোপাধ্যায় ও তার সঙ্গী লক্ষ্মীকান্তকে গ্রেপ্তার করে রেল পুলিশ৷ বেহিসেবি টাকা রাখার অভিযোগ গৌতম ও লক্ষ্মীকান্তকে গ্রেপ্তার করে আদালতে তোলে পুলিশ৷ আজ, ধৃতদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =