মমতার ৪২-এ ৪২-এর টার্গেট পূর্ণ হবে কি? জানান মতামত

আজ বিকেল: প্রশ্ন এলেই যে সর্বদা উত্তর আসবে এমন কোনও নিশ্চয়তা নেই! তবে ফের ক্ষমতায় ফিরতে জান লড়িয়ে দিয়েছে বিজেপি এটা সকলেরই জানা। গোটা দেশে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের অভাব নেই। কিন্তু মোদির সঙ্গে সম্মুখ সমরে সর্বদাই জড়িয়ে পড়েন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকেই যেন টার্গেট করা হয়েছে বিয়াল্লিশে বিয়াল্লিশ করতে উঠেপড়ে লেগেছেন তৃণমূল নেত্রী।

মমতার ৪২-এ ৪২-এর টার্গেট পূর্ণ হবে কি? জানান মতামত

আজ বিকেল: প্রশ্ন এলেই যে সর্বদা উত্তর আসবে এমন কোনও নিশ্চয়তা নেই! তবে ফের ক্ষমতায় ফিরতে জান লড়িয়ে দিয়েছে বিজেপি এটা সকলেরই জানা। গোটা দেশে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের অভাব নেই। কিন্তু মোদির সঙ্গে সম্মুখ সমরে সর্বদাই জড়িয়ে পড়েন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।

তাই তাঁকেই যেন টার্গেট করা হয়েছে বিয়াল্লিশে বিয়াল্লিশ করতে উঠেপড়ে লেগেছেন তৃণমূল নেত্রী। বিজেপিকে এমন হেলা ফেলার করার মাশুল তো তাঁকে গুনতেই হবে, বলেন কি না। নাহলে সপ্তদশ লোকসভা নির্বাচনে বাঙলাকে মুঠোবন্দি করতে গেরুয়া শিবিরের ঘনঘন ভোট প্রচার তো সকলেরই চোখে পড়েছে। বনগাঁ থেকে মালদা, ঠাকুরনগর থেকে বারাকপুর, মথুরাপুর থেকে দমদম, ডায়মন্ড হারবার থেকে শ্রীরামপুর। উত্তরবঙ্গের কোণে কোণে পৌঁছে গিয়েছেন মোদি। সঙ্গে নিয়ে ম্যায় ভি চৌকিদার হুঁ ও ফিরসে মোদি সরকার স্লোগান। যেখানে যাওয়ার সুযোগ পাননি সেসব জায়গা ভরাট করেছেন বিশ্বস্ত রাজনৈতিক বন্ধু তথা সহকারী অমিত শাহ।

সুযোগ পেলেই দিদিকে কটাক্ষ, ভাতিজা বুয়ার সাম্রাজ্য কিছুই বাদ দেননি। জয় শ্রী রাম স্লোগানকে জনপ্রিয় করতে বামপন্থীদের ভিয়েতনাম স্লোগানও ধার করে নিয়েছেন। যেনতেনপ্রকারেণে বাংলার মাটিতে পদ্মফুল ফোটাতেই হবে। এই যখন পরিস্থিতি তখন বিদ্যাসাগরের মূর্তি তৈরি নিয়েও চলছে পরস্পরবিরোধী মন্তব্য। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কী মনে হয়, বিয়াল্লিশে বিয়াল্লিশ কী দিদির আয়ত্তে থাকবে? মন্তব্য করুন৷ আপনার মন্তব্যের ভিত্তিতে খবর প্রকাশিত হবে AajBikel.com-এ৷

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − five =