মমতা প্রধানমন্ত্রী হলে, কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী?

আজ বিকেল: ধরে নিন তৃণমূল সমর্থকদের ইচ্ছ ফলে গেল, জোট সরকার উনিশের লোকসভা জিতে মমতার প্রধানমন্ত্রীত্বকে স্বীকৃতি দিল। তাহলে তো রাজ্যে ফের নির্বাচনী লড়াই হয়। আর এবার কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপি চাইবে দিলীপ ঘোষকে, মুকুলও উঁকিঝুঁকি মারতে পারেন। কংগ্রেস হয়তো অধীর চৌধুরিকে, এই সময় মৌসম বেনজির নূর সুযোগ ফস্কানোর ভয়ে হাত কামড়াতে পারেন। আর

মমতা প্রধানমন্ত্রী হলে, কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী?

আজ বিকেল: ধরে নিন তৃণমূল সমর্থকদের ইচ্ছ ফলে গেল, জোট সরকার উনিশের লোকসভা জিতে মমতার প্রধানমন্ত্রীত্বকে স্বীকৃতি দিল। তাহলে তো রাজ্যে ফের নির্বাচনী লড়াই হয়। আর এবার কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী।

বিজেপি চাইবে দিলীপ ঘোষকে, মুকুলও উঁকিঝুঁকি মারতে পারেন। কংগ্রেস হয়তো অধীর চৌধুরিকে, এই সময় মৌসম বেনজির নূর সুযোগ ফস্কানোর ভয়ে হাত কামড়াতে পারেন। আর তৃণমূল, মোদির পরিবারতন্দ্রের বিদ্রূপকে মান্যতা দিয়ে সেই বুয়া ভাতিজা রাজ, বাংলার ক্ষমতার মুকুট যাবে দিদির ভাইপো অভিষেকের দখলে। তবে শুভেন্দু অধিকারী যে ফোঁস করবেন না এমনটা নয়। কিন্তু দিদির কথা চিন্তা করে সেই ফোঁস দীর্ঘশ্বাসে বদলে যেতে পারে। মমতা মোদির রিপ্লেসমেন্ট হলে বুয়া ভাতিজা সমীকরণ কী বাংলার কপালে নাচছে, আপনার কী মত? জানান আপনার মতামত৷ আপনার দেওয়া মতামত প্রকাশিত হবে AajBikel.com-এ৷

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *