ফের EVM কেলেঙ্কারি বাংলায়, লম্বা লাইনে ভোগান্তি

কলকাতা: উত্তর কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বুথে ২টি ইভিএম খারাপ।পাশাপাশি দমদম কুমার আশুতোষ স্কুলের বুথে ও বরাহনগরের আইপিপি সেন্টারের একটি বুথেও খারাপ ২টি ইভিএম। অন্যদিকে ডায়মন্ডহারবারের রামনগর স্কুলের একটি বুথে মক ভোট মুছে না দিয়েই ভোটগ্রহণ শুরু করা হয়েছিল। তবে কিছু পড়েই ভোট পড়ার আগেই তা বদল করা হয়। কলকাতার সিটি কলেজে আবার ৩টি ভিভিপ্যাট

fc8491b7e102e0e5f92db2f88c01dcdb

ফের EVM কেলেঙ্কারি বাংলায়, লম্বা লাইনে ভোগান্তি

কলকাতা: উত্তর কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বুথে ২টি ইভিএম খারাপ।পাশাপাশি দমদম কুমার আশুতোষ স্কুলের বুথে ও বরাহনগরের আইপিপি সেন্টারের একটি বুথেও খারাপ ২টি ইভিএম। অন্যদিকে ডায়মন্ডহারবারের রামনগর স্কুলের একটি বুথে মক ভোট মুছে না দিয়েই ভোটগ্রহণ শুরু করা হয়েছিল। তবে কিছু পড়েই ভোট পড়ার আগেই তা বদল করা হয়।

কলকাতার সিটি কলেজে আবার ৩টি ভিভিপ্যাট কাজ করছে না। যার জেরে বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। পানিহাটিতেও ভোটযন্ত্র বিকলের খবর পাওয়া যাচ্ছে। বজবজের একটি বুথে এখনও একটাও ভোট পরেনি মেশিন এর গোলোযোগ এর জন্য।

কুলপি চকমনোহারি বুথের ইভিএম খারাপ থাকায় শুরু হয়নি ভোটগ্রহণ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফিরে যাচ্ছেন ভোটাররা। দেগঙ্গার কলসুরে ২৫৪ নং বুথে ইভিএম খারাপ। মহেশতলা বিধানসভার ২৪৩, ২৭৫, ২৭৬, ২৭৭ নম্বর বুথের প্রতিটি ইভিএম মেশিন খারাপ সকাল থেকে এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু করা যায়নি। টালিগঞ্জের একাধিক বুথেও ইভিএম বিকল হয়ে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *