শেষ দফার ভোটেও EVM কেলেঙ্কারি, জেরবার জনতা

কলকাতা: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নয়া কেলেঙ্কারিতে জেরবার নির্বাচন কমিশন৷ ৫০ হাজার কোটি টাকা খরচ করে চলছে সাধারণ নির্বাচন৷ রয়েছে বিশাল আয়োজন৷ কিন্তু, এত আয়োজনের পরও শেষ দফার ভোটেও এড়ানো গেল না ইভিএম বিপত্তি৷ একদিকে গরম, অন্যদিকে ইভিএম বিকল হওয়ায় ভোটবিভ্রাট বিভিন্ন বুথে৷ তবুও স্বতস্ফূর্ত ভাবে ভোটের লাইনে আম জনতা৷ কিন্তু, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও

শেষ দফার ভোটেও EVM কেলেঙ্কারি, জেরবার জনতা

কলকাতা: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নয়া কেলেঙ্কারিতে জেরবার নির্বাচন কমিশন৷ ৫০ হাজার কোটি টাকা খরচ করে চলছে সাধারণ নির্বাচন৷ রয়েছে বিশাল আয়োজন৷ কিন্তু, এত আয়োজনের পরও শেষ দফার ভোটেও এড়ানো গেল না ইভিএম বিপত্তি৷ একদিকে গরম, অন্যদিকে ইভিএম বিকল হওয়ায় ভোটবিভ্রাট বিভিন্ন বুথে৷ তবুও স্বতস্ফূর্ত ভাবে ভোটের লাইনে আম জনতা৷ কিন্তু, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ভোট দিতেই পারলেন না ভোটাররা৷

শেষ দফায় পশ্চিমবঙ্গে তিন জেলায়, নয়টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ চলছে৷ সকাল থেকেই ইভিএম বিভ্রাটের খবর আসতে শুরু করেছে বিভিন্ন কেন্দ্র থেকে৷ সাউথ সিটি কলেজে ইভিএম বিভ্রাটের খবর পাওয়া গিয়েছে৷ রাজবিহারী দক্ষিণ কলকাতার অঞ্চলের বেশ কয়েকটি বুথের ইভিএম বিভ্রাট৷ খড়দহের বন্দিপুর অঞ্চলের ৮ নম্বর বুথে বিভ্রাট।
যাদবপুরে বেশ কিছু ইভিএম বিভ্রাট। বেহালার ঋষি রাজনারায়ান স্কুলে একটি বুথে ইভিএম কাজ করছে না।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ইভিএম বিকল হওয়ার খবর মিলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eleven =