এবার তৃণমূলের হাতে আক্রান্ত পুলিশ, চলল বেমোবাজি

কলকাতা: শেষ দফার নির্বাচনেও বিক্ষিপ্ত অশান্তি৷ বেপরোয়া বেমোবাজি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ৷ কোথাও কেন্দ্রীয় বাহিনী সরতেই ব্যাপক বোমাবাজি, কোথাও আবার আক্রান্ত কুইক রেসপন্স টিম৷ রবিবার ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামপুরের মাদারিপুরে বোমাবাজি অভিযোগ ওঠে৷ কেন্দ্রীয় বাহিনী সরতেই এই বোমাবাজি বলে খবর৷ রোষের মুখে সাংবামাধ্যম৷ সাংবাদিকদের মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ খবর

1c7dbbda78c246ce1cf8642f72ac977f

এবার তৃণমূলের হাতে আক্রান্ত পুলিশ, চলল বেমোবাজি

কলকাতা: শেষ দফার নির্বাচনেও বিক্ষিপ্ত অশান্তি৷ বেপরোয়া বেমোবাজি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ৷ কোথাও কেন্দ্রীয় বাহিনী সরতেই ব্যাপক বোমাবাজি, কোথাও আবার আক্রান্ত কুইক রেসপন্স টিম৷

রবিবার ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামপুরের মাদারিপুরে বোমাবাজি অভিযোগ ওঠে৷ কেন্দ্রীয় বাহিনী সরতেই এই বোমাবাজি বলে খবর৷ রোষের মুখে সাংবামাধ্যম৷ সাংবাদিকদের মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ খবর পেয়ে ফের ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী৷ এখনও থমথমে এলাকা৷

এলাকায় অশান্তি রুখতে গিয়ে তৃণমূলের মদতে বসিরহাট লোকসভা কেন্দ্রের বারাসতের শাসনে আক্রান্ত কুইক রেসপন্স টিম৷ । কুইক রেসপন্স টিমকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি প্রার্থী ভোট দিতে বলে ভোট প্রভাবিত করার চেষ্টা করছিল তারা।

খাস কলকাতার রবীন্দ্র সরণিতে বোমাবাজির অভিযোগ৷ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রবীন্দ্র সরণির বাঁশতলা মোড়ে বুথের কাছেই বোমাবাজি। বাইক আরোহী দুষ্কৃতীরা এসে বোমা ছুড়ে চলে যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী৷ নিউ টাউনে উদ্ধার বিপুল পরিমাণ বোমা৷ বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিউটাউনের কলাবাগানে ইউনিটেক বিল্ডিংয়ের পাশে ঝোপের মধ্যে থেকে বোমা উদ্ধার। ২ ড্রাম ভর্তি বোমা মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

অন্যদিকে, দেগঙ্গার গিলাবেড়িয়ার ৬৬ এবং ৬৭ নম্বর বুথে বোমাবাজি। দুষ্কৃতীরা বাইক ফেলে পালিয়ে যায়। এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘোলা হাইস্কুলে সিআইএসএফ এবং প্রিসাইডিং অফিসার বিজেপির এজেন্টকে বার করে দিয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপির ওই এজেন্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই কেন্দ্রের ভোটার নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *