নজরে আফগানিস্তান! বায়ুসেনার শক্তি বাড়াতে স্পেন থেকে ৫৬টি বিমান কিনছে দিল্লি

নজরে আফগানিস্তান! বায়ুসেনার শক্তি বাড়াতে স্পেন থেকে ৫৬টি বিমান কিনছে দিল্লি

 

নয়াদিল্লি: ফিরেছে দুই দশকের পুরনো স্মৃতি৷  তালিবানের দখলে আরও একবার আফগানিস্তান৷  ক্ষমতা দখল করেই কাশ্মীর নিয়ে সুর চড়াতে শুরু করেছে তারা৷ এদিকে  হাক্কানি গোষ্ঠীর প্রধানকে সরকারে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ভারতকে বার্তা দিয়েছে তাবিবান। পাল্লা দিয়ে জম্মু ও কাশ্মীরে ‘ছায়াযুদ্ধ’ তীব্র করার কৌশল নিয়েছে পাকিস্তান।  বদলে যাওয়া পরিস্থিতিতে সতর্ক নয়াদিল্লি৷ বায়ুসেনার শক্তি আরও বাড়াতে এবার স্পেন থকে ৫৬টি মাঝারি পরিবহণ বিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি।

আরও পড়ুন- মিলল না ‘শাহী দর্শন’, দিল্লিতে নীতিন সাক্ষাতেই ‘সন্তষ্ট’ খাকতে হল শুভেন্দুকে

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ৫৬টি সি ২৯৫ সামরিক পরিবহণ বিমান কিনতে ভারতের ব্যয় হবে ৩০ হাজার কোটি টাকা৷ চুক্তি সাক্ষরিত হওয়ার ৪৮ মাসের মধ্যে স্পেন থেকে ভারতে পৌঁছবে ১৬টি বিমান৷ তবে বাকি ৪০টি বিমান তৈরি হবে দেশের মাটিতেই৷ এটিই সামরিক ক্ষেত্রে প্রথম চুক্তি, যেখানে একটি বেসরকারি সংস্থা দেশের মাটিতে সামরিক পরিবহণ বিমান তৈরি করবে৷ এই বিমানগুলিতে থাকবে দেশিয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার৷ 

অন্যদিকে, পাক-চিন সীমান্তে নজরদারি চালাতে ৬টি এইডব্লিউসি নজরদারি বিমান তৈরিতেও সিলমোহর দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, ‘এয়ার ইন্ডিয়া’র এয়ারবাস ৩১৯ বিমানগুলিতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার-সহ প্রয়োজনীয় যাবতীয় যন্ত্রপাতি বসিয়ে সেগুলিকে নজরদারি বিমানে পরিণত করবে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *