পরোয়া নেই অতিমারীর, আইপিএল চলছে, চলবে

পরোয়া নেই অতিমারীর, আইপিএল চলছে, চলবে

809ac184d552785264a97ae9dff659b4

মুম্বই: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ৷ দৈনিক সংক্রমণের সীমা ৩.৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে অক্সিজেনের সংকট৷ স্বজনহারার হাহাকারে ভারী হয়ে উঠেছে বাতাস৷ কিন্তু আইপিএল সেই ত্রাসের দেশ থেকে অনেকটাই যেন দূরে৷ আতঙ্কের আঁচ এই ক্রিকেট মহাযজ্ঞের গায়ে লাগেনি তা নয়৷ কিন্তু তার জন্য বাৎসরিক বিনোদন বাতিল করার কারণ দেখছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)৷ বোর্ড সূত্রে খবর, চলতি আইপিএল যেমন চলছে, তেমনই চলবে৷

যতই বায়োবাবলের মধ্যে হোক না কেন, এহেন অতিমারী পরিস্থিতিতে আইপিএল আয়োজন ঘিরে সমালোচনার ঝড় কম ওঠেনি৷ আইপিএলের প্রস্তুতি পর্ব থেকেই করোনার শিকার হয়েছেন বেশ কিছু খেলোয়াড়৷ কিন্তু তাতে বাধা পড়েনি বাইশ গজের লড়াইয়ে৷ তবে অবস্থা যতই সংকটজনক হয়েছে, চলতি আইপিএলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তত জোরালো হয়েছে৷ এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেও আইপিএল অনুষ্ঠিত হওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছেন অলিম্পিক সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা৷ তাঁর স্পষ্ট ক্ষোভ, নিজস্ব বৃত্তের মধ্যে থাকা ক্রিকেটাররা বোবা-অন্ধ হতে পারেন না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ডকেও এব্যাপারে তুলোধোনা করেছেন বিন্দ্রা। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারও আইপিএল বন্ধ করার আহ্বান করেছেন। সবচেয়ে বড় সংযোজন, অতিমারী পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়াতে রবিবারের ম্যাচের পর আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন দিল্লি ক্যাপিটালসের রবিচন্দ্রন অশ্বিন। শুধু তাই নয়, তিন অস্ট্রেলীয় ক্রিকেটার-অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পাও সরে দাঁড়িয়েছেন চলতি আইপিএল থেকে। রিচার্ডসন ও জাম্পা ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে এবারের আইপিএলকে বিদায় জানালেও, টাইয়ের স্পষ্ট বার্তা, বিদেশে আটকে পড়ার আশঙ্কা থেকেই আর আইপিএলে অংশ নেওয়ার ঝুঁকি নিচ্ছেন না তিনি।

কিন্তু বিসিসিআই তার পরেও চলতি আইপিএল চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে অনড়। নামপ্রকাশে অনিচ্ছুক এক বোর্ডকর্তা জানিয়েছেন, কেউ আইপিএলের মঞ্চ ছেড়ে যেতে চাইলে যেতেই পারে, তবে আইপিএল চলবে। আইপিএল আসলে ভারতীয় বোর্ডের কাছে সোনার ডিম পাড়া হাঁস। তাই দেশের অবস্থা যতই সংকটজনক হোক না কেন, আইপিএল বন্ধ নৈব নৈব চ। ভারতীয় বোর্ড এমনিতে বিপুল বিত্তশালী হলেও, আইপিএল যে চোখ কপালে তুলে দেওয়া মুনাফা জোগায় ফি বছর, সেই মণিকাঞ্চন কি এত সহজে উপেক্ষা করা যায়! তাই তো করোনার দাপটে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে যেতে পারে, কিন্তু বিদেশের মাটিতে হলেও আইপিএল ঠিক অনুষ্ঠিত হয়! অতএব আইপিএল চলছে, চলবে, শো মাস্ট গো অন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *