গ্রেপ্তারির এড়াতে শীর্ষ আদালতে অর্জুন, আজই শুনানি

নয়াদিল্লি: গ্রেপ্তারির সম্ভাবনা থাকায় সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ আজই তাঁর আবেদনটি শুনবে শীর্ষ আদালত৷ অর্জুনের অভিযোগ, তাঁর নামে রাজনৈতিক কারণে নানা মিথ্যা অভিযোগ আনা হচ্ছে৷ রাজ্যের পুলিশ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। তাঁর আইনজীবী রঞ্জিত মিশ্র বলেছেন, অর্জুন গ্রেফতারির ভয় পাচ্ছেন। এজন্যই তিনি আদালতে অব্যাহতির নির্দেশ চেয়ে আবেদন করেছেন।

গ্রেপ্তারির এড়াতে শীর্ষ আদালতে অর্জুন, আজই শুনানি

নয়াদিল্লি: গ্রেপ্তারির সম্ভাবনা থাকায় সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ আজই তাঁর আবেদনটি শুনবে শীর্ষ আদালত৷ অর্জুনের অভিযোগ, তাঁর নামে রাজনৈতিক কারণে নানা মিথ্যা অভিযোগ আনা হচ্ছে৷

রাজ্যের পুলিশ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। তাঁর আইনজীবী রঞ্জিত মিশ্র বলেছেন, অর্জুন গ্রেফতারির ভয় পাচ্ছেন। এজন্যই তিনি আদালতে অব্যাহতির নির্দেশ চেয়ে আবেদন করেছেন। মঙ্গলবারই বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। তাঁকে এনকাউন্টারে খুনও করা হতে পারে। অন্যদিকে, ভাটপাড়া, জগদ্দলে এদিন নতুন করে অশান্তি না হলেও অর্জুনের বাড়ি ঘিরে পাহারায় রয়েছে নিরাপত্তাবাহিনী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =