ভোটের পরও কেন থাকবে বাহিনী? বাংলায় কি জরুরি অবস্থা হয়েছে?

কলকাতা: ভোটের পরও কেন বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী? বাংলায় কি তবে জরুরি অবস্থা চালু হয়েছে? নির্বাচন কমিশনে এবার সরাসরি প্রশ্ন তুলল তৃণমূল৷ তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়ান নির্বাচনের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন বলে জানা গিয়েছে৷ ভোট চলাকালীনও তৃণমূলের অভিযোগ ছিল, কেন্দ্রীয় বাহিনী নাকি ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করছে। অন্যদিকে ভোট

c5a84799a266e2515400548388dccc8a

ভোটের পরও কেন থাকবে বাহিনী? বাংলায় কি জরুরি অবস্থা হয়েছে?

কলকাতা: ভোটের পরও কেন বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী? বাংলায় কি তবে জরুরি অবস্থা চালু হয়েছে?  নির্বাচন কমিশনে এবার সরাসরি প্রশ্ন তুলল তৃণমূল৷ তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়ান নির্বাচনের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন বলে জানা গিয়েছে৷

ভোট চলাকালীনও তৃণমূলের অভিযোগ ছিল, কেন্দ্রীয় বাহিনী নাকি ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করছে। অন্যদিকে ভোট শেষ হওয়ার পরেও বাংলার বিভিন্ন জায়গায় অশান্তি চলছে। এই অবস্থার ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছেন, বাংলায় ভোট পরবর্তী হিংসা চলছে। যতক্ষণ না ভোট গণনা সম্পন্ন হচ্ছে, ততক্ষণ কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে প্রয়োজন৷ সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই কমিশনের কাছে এই আবেদন করা হয়েছে। এর পরেই তৃণমূল নেত্রী কমিশনকে প্রশ্ন করেছেন, বাংলায় কি তবে জরুরি অবস্থা জারি হল! এখন দেখার কার আবেদনে সাড়া দেয় নির্বাচন কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *