ভাঙছে তৃণমূল? দলে শুদ্ধিকরণের পূর্বাভাস উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর

কলকাতা: বুথ ফেরত সমীক্ষার পর দলের অন্দরে কানাঘুষো আগেই শুরু হয়ে গিয়েছিল৷ এবার সেই কানাঘুষোয় জল্পনার আগুন আরও বাড়িয়ে দিয়েছে সর্বভারতীয় একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন৷ সেখানে ফলাও করে জানানো হয়েছে, সমীক্ষার ফল ঘোষণার পরেই ফোনে বিজেপির এক বড় নেতার সঙ্গে কথা বলেছেন তৃণমূলের দুই বর্তমান সাংসদ পদপ্রার্থী! বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছাও জানিয়েছেন তাঁরা৷ এই

12c1691dfe9911b1fc23668817eb5a27

ভাঙছে তৃণমূল? দলে শুদ্ধিকরণের পূর্বাভাস উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর

কলকাতা: বুথ ফেরত সমীক্ষার পর দলের অন্দরে কানাঘুষো আগেই শুরু হয়ে গিয়েছিল৷ এবার সেই কানাঘুষোয় জল্পনার আগুন আরও বাড়িয়ে দিয়েছে সর্বভারতীয় একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন৷ সেখানে ফলাও করে জানানো হয়েছে, সমীক্ষার ফল ঘোষণার পরেই ফোনে বিজেপির এক বড় নেতার সঙ্গে কথা বলেছেন তৃণমূলের দুই বর্তমান সাংসদ পদপ্রার্থী! বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছাও জানিয়েছেন তাঁরা৷ এই খবরের পর এবার  রাজ্য রাজনীতিতে বিতর্কের আগুন আরও বড়িয়ে দিয়েছেন খোদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ৷

ভাঙছে তৃণমূল? দলে শুদ্ধিকরণের পূর্বাভাস উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীরফল প্রকাশের আগে ফেসবুকে পোস্ট করে রবীন্দ্রনাথবাবুর হুশিয়ারি, ‘‘গদ্দারদের চিহ্নিত করা হয়েছে৷ দল থেকে তাড়াতে হবে৷’’ কিন্তু, হঠাৎ কেন এই মন্তব্য? এর আগে অর্জুন, অনুপম, দুলাল, সৌমিত্র খাঁর দলবলের আগেও তৃণমূলের অন্দরে ঠিক একই ভাবে শুরু হয়েছিল কানাঘুষোয়৷ এবার ভোটের ফল ঘোষণার আগেও ফের তুঙ্গে  দলবদলের জল্পনা৷

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের ২ সাংসদ? ফোনে দিল্লির নেতার কথা!

এবারের নির্বাচনে তৃণমূলের অন্দরে অন্যতম আলোচনার বিষয় ছিল দলের মধ্যে কারা বিজেপির সঙ্গে যোগাযোগা রাখছে? রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী নিজে জানিয়েছিলেন, তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন তৃণমূলের ৪০ জন বিধায়ক৷ এর পরই দলের অন্দরে বাড়তে থেকে সন্দেহের বাতাবরণ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ফেসবুক পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *