#ElectionResults2019: আলিপুরদুয়ারে এগিয়ে কে?

কেন্দ্র আলিপুরদুয়ার: বাংলার উত্তরতম প্রান্তের এই লোকসভা কেন্দ্র প্রতিবেশী রাজ্য অসম লাগোয়া। প্রতিবেশী দেশ ভুটানও শুরু হয়েছে এই লোকসভা কেন্দ্রের সীমান্ত থেকেই। বাঙালি, আদিবাসী, বড়ো, নেপালি, লেপচা— নানা জনগোষ্ঠীর সংমিশ্রণ আলিপুরদুয়ারে। ডুয়ার্সের চা-বাগানের অধিকাংশই এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তাই চা বাগানের উপরে ভোটদাতাদের বিরাট অংশের জীবিকা নির্ভরশীল। বক্সা, জলদাপাড়া, গরুমারা (অংশবিশেষ), চাপড়ামারির মতো সুবিশাল সব

#ElectionResults2019: আলিপুরদুয়ারে এগিয়ে কে?

কেন্দ্র আলিপুরদুয়ার: বাংলার উত্তরতম প্রান্তের এই লোকসভা কেন্দ্র প্রতিবেশী রাজ্য অসম লাগোয়া। প্রতিবেশী দেশ ভুটানও শুরু হয়েছে এই লোকসভা কেন্দ্রের সীমান্ত থেকেই। বাঙালি, আদিবাসী, বড়ো, নেপালি, লেপচা— নানা জনগোষ্ঠীর সংমিশ্রণ আলিপুরদুয়ারে।

ডুয়ার্সের চা-বাগানের অধিকাংশই এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তাই চা বাগানের উপরে ভোটদাতাদের বিরাট অংশের জীবিকা নির্ভরশীল। বক্সা, জলদাপাড়া, গরুমারা (অংশবিশেষ), চাপড়ামারির মতো সুবিশাল সব অরণ্য ঢেকে রেখেছে এই লোকসভা কেন্দ্রের অধিকাংশ এলাকা। দীর্ঘ দিন ধরে বামফ্রন্টের শরিক দল আরএসপির শক্ত ঘাঁটি ছিল আলিপুরদুয়ার। ১৯৭৭ সালের পর থেকে একটানা ২০০৯ সাল পর্যন্ত এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন আরএসপি প্রার্থীরা। ২০০৯ সালে কংগ্রেস-তৃণমূল জোটের হাতে বাংলায় যখন প্রায় পর্যুদস্ত বামেরা, তখনও আলিপুরদুয়ারে জিতেছিলেন আরএসপির জোয়াকিম বাক্সলা। ২০১৪ সালে প্রথম বার তৃণমূল জেতে এই কেন্দ্রটিতে। বিদায়ী সাংসদ দশরথ তিরকে। এই কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী জন বার্লা৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =