কোপায় মেসিদের প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ দুবারের চ্যাম্পিয়ন চিলি

কোপায় মেসিদের প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ দুবারের চ্যাম্পিয়ন চিলি

 

ফুটবল বিশ্বে এক মহারথী যদি হয় ব্রাজিল, তাহলে আর এক মহারথী অবশ্যই আর্জেন্টিনা। তাই যে কোনও বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার এক কথায় মনে করা হয় এই দুই দেশকে। তা সে বিশ্বকাপই হোক বা কোপা আমেরিকা। ১৩ তারিখ শেষ হয়ে ১৪ তারিখ মধ্যরাতে ব্রাজিলে উদ্বোধণ হতে চলেছে কোপা আমেরিকা। ব্রাজিলের ঘাড়ে নিশ্বাস ফেলে গ্রুপ পর্ব থেকে নকআউটে ওঠার পরেই বড় লড়াই দেওয়ার অপেক্ষায় আর্জেন্টিনা। আর অবশ্যই নজর থাকবে এলএম টেনের উপর। এবার কোপাতে গোল্ডেন বুটের দাবিদারও মনে করা হচ্ছে মেসিকে। এ গ্রুপে  রয়েছে আর্জেন্তিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে। ভীষণ কঠিন এই গ্রুপ। ফলে গ্রুপ পর্বেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মত বিশেষজ্ঞদের।

১৪ জুন ভোর রাতে ভারতীয় সময় রাত ৩-টে নাগাদ প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ চিলির বিরুদ্ধে নামছে মেসিরা। অত্যন্ত হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় গোটা বিশ্ব। চিলি এই গ্রুপের সবচেয়ে বিপজ্জনক দল। প্রত্যেকবার সাইলেন্ট কিলারের ভূমিকা পালন করে। নীরবে আসে, অথচ মাঠে নেমে কার্যকরী ফুটবল খেলে প্রতিপক্ষের ঘুম উড়িয়ে দেয়। পরিসংখ্যান দেখলেও চিলিকে হিসেবের বাইরে রাখা সম্ভব নয়। গত তিনবারের কোপা আমেরিকায় দুবার চ্যাম্পিয়ন চিলি। তাও দুবারই আর্জেন্তিনাকে হারিয়ে। ফলে চিলিকে সমীহ করছে আর্জেন্টিনা।

অন্যদিকে এদিন ঘোষিত হল কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার চূড়ান্ত দল। ঘোষিত দলের একটি বড় চমক হল দলে জায়গা হল না সেভিয়ার স্ট্রাইকার লুকাস ওকাম্পোসের। অনেকেই এতে অবাক হয়েছেন। কারণ চিলির বিরুদ্ধে ম্যাচেও প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন এই তরুণ স্ট্রাইকার। সবাই একপ্রকার ভেবেই নিয়েছিলেন কোপা আমেরিকায় দলে ওকাম্পোসের জায়গা প্রায় নিশ্চিত। কিন্তু সকলকে অবাক করে দল থেকে বাদ পড়লেন লুকাস ওকাম্পোসে। তবে লুকাস আলারিও দলে থাকলেও তার চোট ভাবাচ্ছে আর্জেন্টিনা শিবিরকে। তিনি ফিট না হলে দলে আসতে পারেন জুলিয়ান আলভারেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 19 =