কোপা অভিযানে নামছে মেসিরা, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী চিলি

কোপা অভিযানে নামছে মেসিরা, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী চিলি

ব্রাজিল: ফুটবল বিশ্বে সর্বদাই কাঁপে দুই জায়েন্টের নামে। একজন যদি হয় ব্রাজিল। তাহলে দ্বিতীয় নাম হিসাবে সবার আগে উঠে আসে আর্জেন্টিনা। যে কোনও টুর্নামেন্টে জয়ের দুই দাবিদার ধরা হয় এই দুই দেশকে। কোপা আমেরিকাতে প্রথম রাতে সাম্বার ম্যাজিকের পর, এবার দ্বিতীয় দিনে আসরে নামছে এলএম টেনের আর্জেন্টিনা।

সোমবার গোটা ফুটবল বিশ্ব অপেক্ষা করে থাকবে আর্জেন্টিনাইট মহাতারকা মেসির যাদু দেখার। প্রথম ম্যাচে প্রতিপক্ষ অন্যতম জনপ্রিয় ফুটবলের দেশ চিলি। আর্জেন্টিনা বনাম চিলির লড়াই সর্বদাই হাড্ডাহাড্ডি হয়ে থাকে। টানা দু’বার যে প্রতিপক্ষের কাছে কোপার ফাইনালে হেরেছে, তাদের বিরুদ্ধেই এবার অভিযান শুরু করছে আর্জেন্তিনা। একইসঙ্গে আরেকটি উৎকণ্ঠাও কাজ করছে। গত সপ্তাহেই বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে এই চিলির বিরুদ্ধেই ড্র করে মাঠ ছাড়েন মেসিরা।  তার আগে মেসি এক সাক্ষাৎকারে বলেছেন, “কোনওদিন জাতীয় দল শুধু আমার উপর নির্ভর করেনি। আমরা বরাবর শক্তিশালী দল গড়ার দিকে নজর দিয়েছি। বলেছি, শক্তিশালী দল না গড়লে ট্রফি জেতা কঠিন। ধীরে ধীরে এই কাজ সফল হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে খেলছি। বেশিরভাগ ফুটবলারই আগে কোপা আমেরিকায় খেলেছে। আমরা সঠিক পথেই এগোচ্ছি।” পাশাপাশি উল্লেখ্য ব্রাজিলের কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। তবু সেখানে কোপা আয়োজিত হচ্ছে। কিছুটা ভয়ে ভয়ে রয়েছেন মেসিও।

পায়ের পেশির চোটের কারণে চিলির প্রথম একাদশে খেলবেন না দলের নির্ভরযোগ্য ফরওয়ার্ড আলেক্সিস স্যাঞ্চেজ। গত শনিবার অনুশীলনের সময়ে চোট পান স্যাঞ্চেজ। এরপর থেকে তার চিকিৎসা চললেও ইতিমধ্যেই চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন যে তিনি এই ম্যাচ খেলার জন্য ফিট নন। প্রসঙ্গত এই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিলেন চিলির আরেক তারকা ফুটবলার আর্তুরো ভিদাল। এবারে স্যাঞ্চেজ প্রথম ম্যাচেই না থাকায় টুর্ণামেন্টে নামার আগে বেশ কিছুটা স্বস্তিতে মেসি ব্রিগেড। অন্যদিকে এদিনই কোপা আমেরিকার অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ে বনাম বলিভিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 17 =