লন্ডন: রবিবার একই দিনে ইউরো অভিযান শুরু করল বিশ্ব ফুটবলের দুই মহারথী দেশ ইংল্যান্ড ও নেদারল্যান্ড। ইউরোপের ফুটবল মানেই সবার আগে উঠে আসে অন্যতম এই দুই দেশের নাম। ইউরো কাপে হাইভোল্টেজ ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ক্রেয়েশিয়া। আর বিশ্বকাপের মধুর প্রতিশোধ নিয়েই ১ গোলে জিতে ইউরো অভিযান শুরু করল ইংরেজরা। বদলার ম্যাচে শুরু থেকেই রাশ নিজেদের দখলে রেখেছিল ইংল্যান্ড।
৯ মিনিটেই কেলভিন ফিলিপস ডান পায়ের চেটো দিয়ে জোরালো শট করেন। তবে তাঁর শট আটকান গোলরক্ষক লিভাকোভিচ। ফিলিপসের পাস থেকেই ৫৭ মিনিটে জয়সূচক গোল করে যান স্টার্লিং। ডানদিকে বল ধরে জায়গা তৈরি করে স্টার্লিংয়ের উদ্দেশে বল বাড়ান ফিলিপস। লিভাকোভিচের ডান দিক দিয়ে শট করে গোল করেন ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলার। লিভাকোভিচের হাতে লাগলেও শেষরক্ষা হয়নি। ফলে ১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ল ইংল্যান্ড। আগামী শনিবার ইংল্যান্ড খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে।
ইউরো কাপের অন্য ম্যাচে রবিবার কমলা জার্সিধারীদের দাপট। ইউক্রেনকে ৩-২ ব্যবধানে হারিয়ে এবারের ইউরো কাপ অভিযান শুরু করল নেদারল্যান্ডস। ২০১৬-র ইউরো এবং ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। প্রায় সাত বছর পর প্রথম সারির কোনও প্রতিযোগিতায় খেলতে নেমেছিল তারা। এদিন প্রথমার্ধে কোনও গোল হয়নি। রুদ্ধশ্বাস দ্বিতীয়ার্ধ। দুগোলে এগিয়ে নেদারল্যান্ডস। সেই দুগোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় ইউক্রেন। কিন্তু শেষ পর্যন্ত জোহান ক্রুয়েফ এরিনাতে শেষ হাসি হাসে নেদারল্যান্ডসই ৩-২ গোলে ম্যাচ জিতে নিয়ে। ৮৫ মিনিটে জয়সূচক গোল করেন ডেনজেল ডামফ্রিস।
অন্যদিকে, এদিনই অস্ট্রিয়া ৩-১ ব্যবধানে হারিয়েছে উত্তর ম্যাসিডোনিয়াকে। উত্তর ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়াকে এগিয়ে দিয়েছিলেন স্টেফান লাইনার। কিন্তু ২৮ মিনিটে সমতা ফেরান ৩৭ বছরের স্ট্রাইকার গোরান পান্ডেভ। প্রথম সারির প্রতিযোগিতায় এটাই প্রথম গোল উত্তর ম্যাসিডোনিয়ার। তবে দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়াকে জেতান মাইকেল গ্রেগরিশ এবং মার্কো আর্নতোভিচ।