ভোটের ফল প্রকাশের পর নয়া কর্মীর ঘোষণা বিজেপির

নয়াদিল্লি: ভোটের ট্রেন্ড প্রকাষ হতেই এবার আগামী কর্মসূচি নিয়ে বাংলায় ঝাঁপাতে চলছে গেরুয়া শিবির৷ বিজেপির পাখির চোখ এবার ‘মিশন ২০২১’৷ ভোটের ফল প্রকাশের পর দলের বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই ইস্যুতে আগামী সপ্তাহেই দিল্লিতে ডেকে পাঠানো হতে পারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন

ভোটের ফল প্রকাশের পর নয়া কর্মীর ঘোষণা বিজেপির

নয়াদিল্লি: ভোটের ট্রেন্ড প্রকাষ হতেই এবার আগামী কর্মসূচি নিয়ে বাংলায় ঝাঁপাতে চলছে গেরুয়া শিবির৷ বিজেপির পাখির চোখ এবার ‘মিশন ২০২১’৷ ভোটের ফল প্রকাশের পর দলের বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই ইস্যুতে আগামী সপ্তাহেই দিল্লিতে ডেকে পাঠানো হতে পারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি তথা দলের অন্যতম কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা সহ পশ্চিমবঙ্গের শীর্ষ বিজেপি নেতাদের। আগামীদিনে বাংলায় গেরুয়া শিবিরের রাজনৈতিক কৌশলগত অবস্থান কী হবে, প্রধানত তা চূড়ান্ত করতেই লোকসভার নির্বাচনী ফল প্রকাশের পরই অবিলম্বে বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অমিত শাহ। এমনিতেই দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বিজেপি।

আর দু’বছর পরেই আগামী ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহল মনে করছে, পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের ফলাফল খতিয়ে দেখার পর রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি আসন্ন ওই বৈঠক থেকেই শুরু করে দিতে চাইছেন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + nineteen =