সেন্ট পিটার্সবার্গ: ইউরো ২০২০-এর প্রথম ম্যাচে চমক দেখাতে পারলেন না রবার্ট লেবানডস্কি। বরং পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এখন গ্রুপ ই-এর শীর্ষে বিরাজ করছে স্লোভাকিয়া। যদিও প্রথমে পোলিশ গোলরক্ষক সেচেকস্নি ভুলবশত আত্মঘাতী গোল করে বসেন। ফলে ম্যাচের ১৮ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় স্লোভাকিয়া।
প্রথমার্ধের খেলা ১-০ স্কোরলাইনেই শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই দুই দল গোল করার জন্য মরিয়া চেষ্টা চালায়। দ্বিতীয়ার্ধ শুরুর বাঁশি বাজার কয়েক সেকেন্ডের মধ্যেই খেলায় সমতা ফিরিয়ে আনেন পোল্যান্ডের ক্যারোল লিনেত্তি। ৬২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পোলিশ ডিফেন্সিভ মিডফিল্ডার ক্রাইচোইয়াককে।
পোল্যান্ড দশজনে খেলা শুরু করতেই স্লোভাকিয়ার তরফে জয়সূচক গোলটি করেন ইন্টার মিলানের তরুণ ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার। এরপর শেষ মুহূর্ত পর্যন্ত জোর চেষ্টা করলেও পোলিশদের ভাগ্যে গোলের শিকে ছেঁড়ে না। হার দিয়েই ইউরো শুরু করতে হল বায়ার্ন মিউনিখের মহাতারকা রবার্ট লেবানডস্কিকে।