কোন কোন আসনে জয়ের কাছাকাছি বিজেপি?

কলকাতা: চলছে গণনা৷ এই মুহূর্তে তৃণমূল এগিয়ে ২৫টি আসনে, বিজেপি এগিয়ে ১৬টি আসনে, কংগ্রেস এগিয়ে ১টি আসনে৷ এবার দেখে নেওয়া যাক, কোন কোন আসনে জয়ের কাছাকাছি বিজেপি? নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, আসনসোলে ৬১ হাজার ০১৫ ভোটে, হুগলীতে ৪৩ হাজার ৯৮৯ ভোটে, আলিপুরদুয়ারে ৪৫হাজার ৫২২ ভোটে, বনগাঁয় ২৫ হাজার ৪১ ভোটে, বাঁকুড়ায় ২৪ হাজার ৭৮২

কোন কোন আসনে জয়ের কাছাকাছি বিজেপি?

কলকাতা: চলছে গণনা৷ এই মুহূর্তে তৃণমূল এগিয়ে ২৫টি আসনে, বিজেপি এগিয়ে ১৬টি আসনে, কংগ্রেস এগিয়ে ১টি আসনে৷ এবার দেখে নেওয়া যাক, কোন কোন আসনে জয়ের কাছাকাছি বিজেপি?

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, আসনসোলে ৬১ হাজার ০১৫ ভোটে, হুগলীতে ৪৩ হাজার ৯৮৯ ভোটে, আলিপুরদুয়ারে ৪৫হাজার ৫২২ ভোটে, বনগাঁয় ২৫ হাজার ৪১ ভোটে, বাঁকুড়ায় ২৪ হাজার ৭৮২ ভোটে, বিষ্ণুপুরে ২৫ হাজার ১১৬ ভোটে, বর্ধমান দুর্গাপুরে ২৫ হাজার ৪৩৯ ভোটে , মালদহ উত্তরে ১৮ হজার ৭৫৪ ভোটে, ঝাড়গ্রামে ১১ হাজার ৬৫৫ ভোটে, পুরুলিয়ায় ৩৭ হাজার ৮১২, দার্জিলিংয়ে ৭০ হাজার ৯০১ ভোটে, মেদিনীপুরে ৩ হাজার ৭৭৫ ভোটে, মালদহ দক্ষিণে ১০ হাজার ৯৯৩ ভোটে , রায়গঞ্জে ৮ হাজার ৪৬৫ ভোটে, রানাঘাটে ৩৭৩২৪ ভোটে, জলপাইগুড়িতে ২৩ হাজার ৬৮৯ ভোটে এগিয়ে ও বারাকপুরে ২ হাজার ২৯২ ভোটে এগিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =