তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন মুকুল পুত্র শুভ্রাংশু? তুঙ্গে জল্পনা

কলকাতা: ভোটের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে বাবা মুকুল রায়ের প্রশংসা ছেলে শুভ্রাংশুর৷ সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেত্রীর নাম উল্লেখ না করে শুক্রবার শুভ্রাংশু বললেন, ‘‘অনেকেই বলেছিলেন লক্ষ, লক্ষ মুকুল রায় তৈরি করে নেব৷ কিন্তু আজ সেই কাঁচরাপড়ার কাঁচা মাথার লোকটাই চাণক্যের বুদ্ধি দিয়ে গোটা তৃণমূলকে তছনছ করে দিল৷’’ তাঁর আরও দাবি, আমি বলেছিলাম,

acd829f0b3b71bcdec799b33aed83750

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন মুকুল পুত্র শুভ্রাংশু? তুঙ্গে জল্পনা

কলকাতা: ভোটের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে বাবা মুকুল রায়ের প্রশংসা ছেলে শুভ্রাংশুর৷ সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেত্রীর নাম উল্লেখ না করে শুক্রবার শুভ্রাংশু বললেন, ‘‘অনেকেই বলেছিলেন লক্ষ, লক্ষ মুকুল রায় তৈরি করে নেব৷ কিন্তু আজ সেই কাঁচরাপড়ার কাঁচা মাথার লোকটাই চাণক্যের বুদ্ধি দিয়ে গোটা তৃণমূলকে তছনছ করে দিল৷’’

তাঁর আরও দাবি, আমি বলেছিলাম, বীজপুরের থেকে তৃণমূল প্রার্থীকে লিড দেব৷ কিন্তু, দিতে পারেনি৷ আমি ব্যার্থ৷ আমি ভেবেছিলাম, বীজপুরের আমিই একমাত্র ভূমিপুত্র৷ কিন্তু, মুকুল রায় নিজেই বুঝিয়ে দিয়েছেন তিনিও ভূমিপুত্র৷ আমি বাবার কাছে হেরে গেলাম৷’’ ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করে শুভ্রাংশু রায়ের জবাব, ‘‘এখনই দল ছাড়ছি না৷ বাবার সঙ্গে আলোচনা করেই ভবিষ্যতের সিদ্ধান্ত নেব৷’’ তাঁর প্রশ্ন, ‘‘দল এখনই ছাড়ছি না, কিন্তু দল কি আমায় বিশ্বাস করে?’’

প্রশ্ন উঠছে, তাহলে কি মুকুল পুত্র বুঝে গিয়েছেন, তাঁকে আর দল বিশ্বাস করবে না৷ তাহলে তিনিও কি দল ছাড়ছেন? আর তা না হলে ভোটের ফল ঘোষণার পর বাবার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে প্রশংসা করতে গেলেন৷ পর্যবেক্ষক মহলের ধারনা, মুকুল পুত্রের বিজেপি যোগ এখন সময়ের অপেক্ষা৷

এর আগেও নির্বাচনী পথ সভায় তৃণমূল নেতাদের সামনেই ফের বিস্ফোরক মন্তব্য করে বসেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়৷ সভা মঞ্চে থেকে বাবার প্রশংসাও করেন৷ কাঁচরাপাড়ায় ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে শুভ্রাংশু অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে বাবা চোর ছেলে চোর বলে চেঁচান এক ব্যক্তি। গোটা বিষয়টি তিনি ভিডিও করে রেখেছেন। এরপরই মুকুল-পুত্র বলেন, বাবাকে আঘাত করলে তিনি ভুলে যান। কিন্তু আমি সেরকম নই। কেউ আঘাত করলে, পাল্টা ছুরি বসাতে জানি। সমালোচনা শুনতে শুনতে আমি ক্লান্ত। এখন ভোটের জন্য দলের হয়ে প্রচার করছি। জানি ভোট মিটলেই ফের আমাকে চোর অপবাদ শুনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *