নয়াদিল্লি: জেএনইউ আন্দোলনের সময় বিজেপির তরফ থেকে তাদের বলা হচ্ছিল ‘টুকরে টুকরে গ্যাং’। এবার যেন সেই আক্রমণ বিজেপির দিকে ফিরিয়ে দিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। রাহুল গান্ধীর দলে যোগ দিয়েই নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তোপ দাগলেন ভারতীয় জনতা পার্টি শিবিরকে। বললেন, তাদের টুকরো টুকরো করে দেবেন! দলবদলের পর নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বদলাননি সেটাই প্রমাণ করলেন কানহাইয়া।
তিনি বলেন, বিজেপি শিবির থেকে তাদের টুকরে টুকরে গ্যাং বলে তকমা দেওয়া হয়েছিল। কিন্তু আদতে বিজেপি টুকরো টুকরো হয়ে যাবে। তিনি ওদের টুকরো টুকরো করবেন। এর অনেক আগে থেকেই কানহাইয়া বলে আসছেন যে বিজেপি গান্ধীকে নয় গডসেকে পিতা হিসেবে দেখে। কংগ্রেসে যোগ দেওয়ার পরে এই ইস্যুতে তার আক্রমণের ঝাঁজ আরও বেড়ে গিয়েছে। তিনি আরো বলেছেন, দেশের বিজেপি নেতারা শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের সামনে গান্ধী ভক্তি দেখায়। কিন্তু বাকি সময়ে তারা নাথুরাম গডসেকে ভক্তি করে। এর পাশাপাশি তিনি কংগ্রেসের কেন যোগ দিয়েছেন সেটাও স্পষ্ট করেছেন কানহাইয়া। তাঁর দাবি, রাহুল গান্ধীর মত সৎ এবং সাহসী নেতাকে দেখেই তিনি কংগ্রেসে এসেছেন। যুবকদের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে পারেন রাহুল এবং তাঁর এই নেতৃত্বের শক্তিকেই আরো দূরে এগিয়ে নিয়ে যেতে চান কানহাইয়া কুমার।
উল্লেখ্য কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি জানিয়েছিলেন, তিনি বিশ্বাস করেন এবং দেশের লক্ষ লক্ষ যুবক বিশ্বাস করতে শুরু করেছে যে কংগ্রেস না বাঁচলে দেশ বাঁচবে না। তাই দেশের সবথেকে পুরনো রাজনৈতিক দল এবং লোকতান্ত্রিক দলে তিনি যোগ দিয়েছেন। এছাড়াও তিনি বলেন, এখন দেশের প্রয়োজন ভগত সিংয়ের সাহস, আম্বেদকরের সমান মানসিকতা এবং গান্ধীজির একতা। কারণ দেশে আগে প্রধানমন্ত্রী ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে, তবে এনাদের দেখানো পথেই চলতে হবে সকলকে।