সুইৎজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ইউরো কাপের নকআউটে ইতালি

সুইৎজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ইউরো কাপের নকআউটে ইতালি

রোম: প্রথম ম্যাচের ছবির মতো পুনরাবৃত্তি করে সুইৎজারল্যান্ডকেও ৩ গোলে হারিয়ে ইউরো ২০২০-এর নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইতালি। ইউরো কাপের প্রথম ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল রবার্তো মানচিনির দল।‌ দ্বিতীয় ম্যাচেও সুইৎজারল্যান্ডের সঙ্গে স্কোরলাইনের ছবিটা হুবহু একইরকম রইল। রক্ষণভাগ থেকে মাঝমাঠ হোক কিংবা আক্রমণ বিভাগ, পুরো ইতালি দলটা কার্যত মেশিনের মতো ঐক্যবদ্ধভাবে খেলে দ্বিতীয় ম্যাচেই নকআউট পর্বে জায়গা করে নিল।

ম্যাচের শুরুটা ইতালি ও সুইৎজারল্যান্ড দুটো দলই ইতিবাচক ও আক্রমণাত্মকভাবে করেছিল। কিন্তু ইতালির দুরন্ত ফর্মে থাকা মাঝমাঠের দাপটে বল বেশিক্ষণ নিজেদের দখলে রাখতে পারছিল না সুইৎজারল্যান্ড। সুইজারল্যান্ডের আক্রমণ ছন্নছাড়া ভাবে তৈরি হয়ে ইতালির ডি-বক্সে যাওয়ার আগেই খেই হারিয়ে ফেলছিল। ম্যাচের ২৬ মিনিটে ইউরো কাপে নিজের দ্বিতীয় ম্যাচ খেলা ম্যানুয়েল লোকাতেল্লি গোল করে ইতালিকে ১-০ গোলে এগিয়ে দেন। এরপর গোটা প্রথমার্ধে সুইৎজারল্যান্ড অনেক চেষ্টা করেও গোলের সন্ধান পায়নি।

দ্বিতীয়ার্ধে সুইৎজারল্যান্ডের মাঝমাঠ অনেক বেশি সক্রিয় ও ইতিবাচক ভঙ্গিতে খেলা শুরু করে। কিন্তু ম্যাচের ৫২ মিনিটে দেশের জার্সিতে ইউরো কাপে নিজের দ্বিতীয় গোলটি করেন লোকাতেল্লি। এরপর সুইজারল্যান্ড মুহুর্মুহু আক্রমণে ইতালির বক্সে হানা দেয়। কিন্তু রবার্তো মানচিনির জমাট রক্ষণকে ভাঙতে ব্যর্থ হয় সুইস আক্রমণ। একেবারে শেষ মুহূর্তে ৮৯ মিনিটে দুরন্ত প্রতিআক্রমণ থেকে ম্যাচের তিন নম্বর গোলটি করে ইতালির জয় নিশ্চিত করেন সিরো ইমোবাইল। এরপর আর ম্যাচে ফেরার কোনো সুযোগই পায় না সুইৎজারল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − eleven =