নয়াদিল্লি: ভারতকে অন্ধকারে রেখে দোহায় তালিবানের সঙ্গে গোপন চুক্তি করে আমেরিকা! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, গত বছর দোহায় আমেরিকা তালিবানের সঙ্গে গোপন চুক্তি করেছিল এবং সেই ব্যাপারে ভারত কিছুই জানতো না। এক কথায়, ভারতকে অন্ধকারে রেখেই এমন চুক্তি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।
‘ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম’ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানান, আফগানিস্তান বিয়ে এই মুহূর্তে সব দেশের চিন্তা রয়েছে এবং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে তাও সফল। তবে এর আগে আমেরিকা তালিবানের সঙ্গে গোপন চুক্তি করেছিল দোহায়। সেখানে তালিবান কী প্রতিশ্রুতি দিয়েছিল সেটা আমেরিকায় সবথেকে ভালো বলতে পারবে কারণ এই ব্যাপারে ভারতকে কিছুই জানানো হয়নি। এই ইস্যুতে কার্যত আমেরিকাকে নিশানা করার পরেও ভারতের বিদেশ মন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদ রুখতে দুই দেশ একে অপরকে সহযোগিতা করছে এবং আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রেও দুই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উল্লেখ্য, সম্প্রতি আমেরিকা সফর করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রেসিডেন্ট জো বাইডেন মোদীর সঙ্গে দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলার পাশাপাশি আফগানিস্তান পরিস্থিতি নিয়েও কথা বলেছেন বলে জানানো হয়েছে।
আন্তর্জাতিক মহলে আবার পাকিস্তান আফগানিস্তানের তালিবান সরকারকে সমর্থন করার সুস্পষ্ট দাবি জানিয়েছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য, আফগানিস্তানে পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে তালিবান সরকারকে সমর্থন প্রয়োজন। আসলে এই ভাবে তিনি চেষ্টা করছেন তালিবানকে অর্থনৈতিক আন্তর্জাতিক সাহায্য পাইয়ে দেওয়ার। কারণ আফগানিস্তান দখল নেওয়ার পর সেই দেশের সমস্ত আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে। কাজেই এখন ফাঁপড়ে পড়েছে তালিবান। যদিও পাকিস্তানকে নিশানা করে ভারত স্পষ্ট বলেছে, গোটা বিশ্বে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার কাজ পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে করে চলেছে পাকিস্তান।