ফল প্রকাশের পর ক্ষুব্ধ মমতা লিখলেন, ‘মানি না’

পশ্চিমবঙ্গে মোটিমুটি ফল করলেও কেন্দ্রে গেরুয়া ঝড় তাঁর স্বপ্ন খান খান করে দিয়েছে৷ তাই ফের একবার কলম ধরলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলার ৪২টি আসনের মধ্যে ৪২টিই টার্গেট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, এবার তৃণমূল ৩৪ থেকে ২২-এ এসে দাঁড়িয়েছে৷ বড়সড় ধাক্কাও খেয়েছে তৃণমূল৷ রাজ্যে ১৮টি আসন পেয়ে বিধানসভা ভোটকে টার্গেট করছে বিজেপি৷ এমন অবস্থায় শুক্রবার কবিতা

ফল প্রকাশের পর ক্ষুব্ধ মমতা লিখলেন, ‘মানি না’

পশ্চিমবঙ্গে মোটিমুটি ফল করলেও কেন্দ্রে গেরুয়া ঝড় তাঁর স্বপ্ন খান খান করে দিয়েছে৷ তাই ফের একবার কলম ধরলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলার ৪২টি আসনের মধ্যে ৪২টিই টার্গেট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, এবার তৃণমূল ৩৪ থেকে ২২-এ এসে দাঁড়িয়েছে৷ বড়সড় ধাক্কাও খেয়েছে তৃণমূল৷ রাজ্যে ১৮টি আসন পেয়ে বিধানসভা ভোটকে টার্গেট করছে বিজেপি৷ এমন অবস্থায় শুক্রবার কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

গত কয়েকদিন দিন ধরে একাধিক ঘটনার প্রতিবাদে গর্জে উঠছে মমতার কলম৷ বিদ্যাসাগরের মূর্তির প্রতিবাদে লিখেছিলেন কবিতা৷ এবার ফলপ্রকাশের পরের দিন সাম্প্রদায়িকতাকে বিঁধে ‘মানি না’ শীর্ষক কবিতা লিখলেন মমতা৷ বাংলা, ইংরাজি ও হিন্দিতে তিনি লিখলেন ‘মানি না’৷

বিদ্যাসগরের মূর্তি ভাঙায় প্রতিবাদ জানিয়ে লিখলেন কবিতা৷ ‘ভাঙতে শিখেছ/গড়তে শেখনি/ভাঙাই তোমাদের কাজ/ভাঙতে গেলে থামতে হবে/ছিঃ ছিঃ নেইকো লাজ/হাত-পা ভাঙলে জোড়া লাগে/হৃদয় ভাঙলে জোড়ে না/মায়ের জীবন শেষ হলেও/মা কখনো হারায় না।/ ঐতিহ্য নিয়ে খেলছো খেলা/বাংলাকে নিয়ে খেলো না,/সংস্কৃতির জাগরণ বাংলার মুক্তি/এত অবজ্ঞা কর না। / তোমাদের আছে অর্থের জোর / আর আমাদের প্রাণ-ভরা শ্রদ্ধা/ বিদ্যার সাগর, আমি লজ্জিত /ক্ষমা চাওয়ার নেই স্পর্ধা!!!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =